adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবিতে ভর্তি পরীক্ষা পণ্ড করতে বোমা, আহত ৪

image_73869_0রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পণ্ড করতে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে স্প্লিন্টারের আঘাতে পুলিশসহ ৪জন আহত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার শুরুর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বিনোদপুর ফটকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গোয়েন্দা পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিনজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন- গাইবান্ধা থেকে পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থী রেশমী ও যুঁথী এবং গোয়েন্দা পুলিশের সদস্য মজিবুল ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী নজরুল ইসলাম।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের বিজোড় রোলের পরীক্ষা শুরু হয় সকাল ৯টা থেকে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে ছাত্রবেশে একজন ব্যাগ হাতে ক্যাম্পাসে প্রবেশ করতে চায়। এসময় গেটের নিরাপত্তাকর্মী নজরুল তাকে আটকিয়ে ব্যাগ তল্লাশি করতে গেলে যুবক ব্যাগটি রেখে পালিয়ে যায়। এসময় ব্যাগে রাখা বোমাটি বিস্ফোরিত হলে ৪জন আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বাংলামেইলকে জানান, পরীক্ষা শুরু আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় পরীক্ষার্থীদের তল্লাশি করছিল পুলিশ। এ সময় এক যুবকের ব্যাগ খোলার পরপরই বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনার পর ওই যুবক দ্রুত সটকে পড়ে। পাশেই থাকা চারজনের গায়ে লাগে বোমার স্প্লিন্টার।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে টহল পুলিশ।  

ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। তবে আমরা পরীক্ষা চালিয়ে যাচ্ছি বলে জানান প্রক্টর।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলামেইলকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য ককটেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় তা বিস্ফোরণ হয়ে চারজন আহত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া