adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফর্সা হওয়ার ক্রিমে দেদার বিপদ

image_64480_0সাত দিনে ফর্সা হতে চান? টিভি বিজ্ঞাপনের চটকে ভোলার আগে দু-বার ভাবুন। এখনও সময় আছে। সতর্ক হোন।
ফর্সা হওয়ার ক্রিম আপনার জীবনে ডেকে আনতে পারে চরম বিপর্যয়। এমনটাই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা। গবেষণায় দেখা গিয়েছে প্রায় সব ফর্সা হওয়ার ক্রিমেই মেশানো থাকে পারা। যার থেকে ত্বকের অ্যালার্জি, র‌্যাশ এমনকি ক্যানসারও হতে পারে।

ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (সিএসই) পলিউশন মনিটরিং ল্যাব-এ পরীক্ষা করা সবকটি ফেয়ারনেস ক্রিমেই পারার পরিমাণ পাওয়া গিয়েছে ৪৪ শতাংশেরও বেশি। বাজারে প্রথম সারির মোট ১৪টি ফেয়ারনেস ক্রিমের উপর এই পরীক্ষা চালানো হয়। সিএসই-র ডিরেক্টর জেনারেল সুনীতা নারায়ণ বলেছেন, "কসমেটিক্সে পারার ব্যবহার সম্পূর্ণ ভাবে অনৈতিক ও বেআইনি।"

যেসব কোম্পানির ক্রিমের পারা পাওয়া গিয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ব্লসম কোচার বিউটি প্রোডাক্টের অ্যারোমা ম্যাজিক ফেয়ার লোশন। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণ পারা পাওয়া গিয়েছে। তারপরই রয়েছে প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের ওলে ন্যাচালার হোয়াইট ও হিন্দুস্তান ইউনিলিভারের পন্ডস হোয়াইট বিউটি।

শুধু ফর্সা হওয়ার ক্রিম নয়। অত্যন্ত ক্ষতিকর লিপস্টিকও। পরীক্ষাগারে দেখা গিয়েছে বেশিরভাগ কোম্পানির লিপস্টিকের মধ্যে রয়েছে ক্রোমিয়াম ও নিকেল। প্রথম সারির বেশিরভাগ লিপস্টিকেই ক্রোমিয়ামের উপস্থিতি ৫০ শতাংশ ও নিকেলের উপস্থিতি ৪৩ শতাংশ। যার থেকে মানসিক অবসাদ, হতাশা, সাইকোলজিক্যাল প্রবেলম ও কিডনির সমস্যাও হতে পারে।

তাই পরের বার থেকে ফর্সা ত্বকে ঠোঁট রাঙানোর আগে একটু সাবধান হোন। তথাকথিত সুন্দরী হওয়ার আকাঙ্খা আপনাকে মারাত্মক সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে না তো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া