adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন আনোয়ার হোসেন

জাবি: অবশেষে শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

সোমবার সকালে রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

image_72402_0রাষ্ট্রপতির কাছে উপাচার্যের পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক আনোয়ার  হোসেন। তিনি বলেন, ‘আমি আমার পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেছি।’

এদিকে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগ করার পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য কে হবে তা নিয়ে ক্যাম্পাসে চলছে নানা জল্পনা-কল্পনা। পরবর্তী উপাচার্য হওয়ার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির আমির হোসেন।

তবে ক্যাম্পাসে জোরেশোরে শোনা যাচ্ছে, উপাচার্য হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন। তিনি ক্যাম্পাসে পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে পরিচিত।

অন্যদিকে আরো এগিয়ে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী আওয়ামীপন্থী শিক্ষক সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সাধারণ সম্পাদক অধ্যাপক আমির আমির হোসেন, তার ক্যাম্পাসে একটি শক্ত অবস্থান রয়েছে।

এদিকে সরকারের উচ্চমহলে জোর তদবির চালাচ্ছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ। তবে অধ্যাপক আফসার আহমদ প্রক্টর থাকাকালীন সময়ে ধর্ষক জসিমউদ্দিন মানিককে আশ্রয় দেওয়াসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল রোববার বিকেলে উপাচার্য হঠাৎ পদত্যাদের সিদ্ধান্ত নেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি নিজের ইচ্ছাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের খবরে ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীরা।’

সুনির্দিষ্টি ১৮টি অভিযোগ এনে দীর্ঘদিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

আন্দোলনের একপর্যায়ে গত বছরের ৫ডিসেম্বর সরকারের নির্দেশে পুলিশ প্রহারায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন অধ্যাপক আনোয়ার হোসেন। এরপর ১৬ই ডিসেম্বর উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনরত শিক্ষকরা তাকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেন। ফলে তিনি ঢাকার উত্তরায় জাবি উপাচার্যের অফিস করার সিদ্ধান্ত নেন। বিভিন্ন নাটকীয়তার পর সোমবার পদত্যাগ করেন জাবির এই বহুল আলোচিত ও বিতর্কিত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ মে শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২০ মে ২০১২ তারিখে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আনোয়ার হোসেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া