adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সা-অ্যাটলেটিকো হারেনি কেউ

image_72226_0ঢাকা: স্প্যানিশ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আটকে দিয়েছে মাদ্রিদ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার শিরোপা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসি-নেইমারের দলকে গোলশূন্য ব্যবধানে আটকে দিয়েছে এই মৌসুমে উদ্ভাসিত পারফরম্যান্সে আলোকিত হওয়া অ্যাটলেটিকো।

শনিবার রাতে মাদ্রিদের ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে বার্সা-অ্যটলেটিকো মহারণের প্রথমার্ধে জেরার্ডো টাটা মার্টিনোর দল তেমন আধিপত্য দেখাতে পারেনি। মেসি-নেইমারের অনুপস্থিতিতে অচেনা লেগেছে বার্সার সম্মুখভাগকে। অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেও খেলাকে জমিয়ে তুলতে পারেনি তারা। বরং হঠাৎ হঠাৎ আক্রমণে মেসির দলকে কাঁপিয়ে দিচ্ছিলো ওই অ্যাটলেটিকোই। দ্বিতীয়ার্ধে মেসি-নেইমার মাঠে নামলেও খেলায় তেমন প্রভাব রাখতে পারেনি। যদিও খেলার ৮১ মিনিটে দারুণ এক দৌঁড়ে গোলের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছিলেন মেসি। কিন্তু অ্যাটলেটিকো গোলকিপারের সতর্ক ঝাপে সে যাত্রায় গোলবঞ্চিত হয় ‘এমএলটেন’।



মাদ্রিদে বার্সার হোঁচটে হতাশ হতে পারেন দলটির সমর্থকরা। তবে এই ম্যাচটি কিন্তু তাতিয়ে তুলেছে কাতালনদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। কারণ, এই ম্যাচের পর শিরোপা লড়াইয়ে যে ভালোভাবেই ফিরেছে লস ব্লাঙ্কোসরা। ১৮ ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সংগ্রহ ৪৪ পয়েন্ট। সেক্ষেত্রে আজ রোববার এসপানিওলের বিপক্ষে জিতলেই শীর্ষে থাকা বার্সা ও অ্যাটলেটিকোর থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থাকবে রিয়াল। প্রসঙ্গত, স্প্যানিশ লিগের ১৯তম রাউন্ড শেষে বার্সা ও অ্যাটলেটিকো উভয়েরই সংগ্রহ ৫০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে সবার থেকে এগিয়ে রয়েছে মেসির দল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া