adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য মেলা শুরু, শেষ হয়নি স্টলের সাজসজ্জা

52d18a1fac4a7-Untitled-5রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন।

তবে মেলা শুরু হলেও এখন পর্যন্ত মেলায় অংশ নেওয়া অনেক স্টলেরই সাজসজ্জার কাজ শেষ হয়নি। গতকাল অনেক স্টলই সাজাতে দেখা গেছে। এ জন্য মেলা প্রাঙ্গণে এখনো যত্রতত্র ইট, বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী পড়ে রয়েছে।

অবরোধ ও নির্বাচনের কারণে এবার তা ১০ দিন পিছিয়ে দেয় সরকার। দেরিতে শুরুর কারণে এবার মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রবেশমূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়ানো হয়েছে। প্রাপ্তবয়স্কদের টিকেটমূল্য এবার ৩০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় বাংলাদেশসহ ১২টি দেশের ৪৭৩টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশগুলো হচ্ছে ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক ও সিঙ্গাপুর।

সরকারি আইনশৃঙ্খলার পাশাপাশি বিজিবি ও বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এ ছাড়া রয়েছে ১২০টি সিসি ক্যামেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া