adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফল্যের সঙ্গে মিশে আছে কলঙ্কও

image_70382_0ঢাকা: ক্রিকেটে ধারাবাহিক সাফল্য আর ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ কয়েক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর ক্রিকেটে ইতিহাস, সাফল্য আর ব্যর্থতার ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের মত কলঙ্কজনক ঘটনাও ঘটেছে। ২০১৩ সালে বাংলাদেশের ক্রিকেটে ঘটে যাওয়া কিছু ইতিহাস, সাফল্য, ব্যর্থতা আর ক্রিকেট কলঙ্ক নিয়ে তুলে ধরা হলো ফিরে দেখা ২০১৩।

গত বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বিতীয় আসরের শিরোপা দ্বিতীয়বারের মত ঘরে তোলে মাশরাফি বিন মুর্তজার ঢাকা গ্লাডিয়েটর্স। বিপিএলের পর শ্রীলঙ্কা সফর দিয়ে টাইগাররা বছরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট শুরু করে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টেই ইতিহাস সৃষ্টি করে টাইগাররা। শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে ৬৩৮ রান করার রেকর্ড গড়ে বাংলাদেশ। একই টেস্টে দলীয় সাফল্যের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ডও সৃষ্টি হয়।

প্রথম ব্যক্তিগত দ্বিশতক: বাংলাদেশের ক্রিকেটে যতো দিন গড়াচ্ছে ততোই নতুন কিছু ঘটছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিশতক হাঁকানোর রেকর্ড গড়েন। বাংলাদেশের ক্রিকেটে এর আগে কোন ব্যাটসম্যান দ্বিশতক হাঁকাতে পারেনি।

সোহাগের বিশ্বরেকর্ড: জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বরেকর্ড সৃষ্টি করেন। অক্টোবরে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে এক টেস্টে শতক ও হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যর্থতা: শ্রীলঙ্কা সিরিজ শেষে জিম্বাবুয়ে সফর করে বাংলাদেশের ক্রিকেটাররা। দূর্বল জিম্বাবুয়ের বিপক্ষে দলের ব্যর্থতার কারণে দেশে ফিরেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুশফিক। এরপর বেশ কিছুদিন ক্রীড়াঙ্গনে জাতীয় দলের পারফরম্যান্স ও অধিনায়কত্ব নিয়েও সমালোচনার ঝড় উঠে। তবে মুশফিকুর রহিমের ধারাবাহিক সাফল্যই ২০১৫ সাল বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী নেতৃত্ব পাইয়ে দেয় তাকে।

বিসিবি নির্বাচন: বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম নির্বাচন নিয়ে দীর্ঘদিন টানটান উত্তেজনার মধ্য দিয়েই পার করেছে বিসিবির কর্মকতারা। নির্বাচন প্রক্রিয়া আর বিসিবি সংবিধান নিয়ে সৃষ্ট বিতর্কটি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতে বিসিবি নির্বাচনের বিষয়ে ফয়সালা হয়।

বাংলাওয়াশ: ঘরের মাঠে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তেই জয় পায় টাইগাররা। প্রায় তিন বছর পর বাংলাদেশে সফরে এসে টাইগারদের সঙ্গে ওয়ানডে সিরিজে আবারো ধরলধোলাই হয় কিউইরা। তবে সফরের এক মাত্র শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরে তারা।

ক্রিকেটে কলঙ্ক: বাংলাদেশের ক্রিকেটে সাফল্য আর ইতিহাসের মাঝে ঘটেছে স্পট ফিক্সিংয়ে মত ন্যক্কারজনক ঘটনা। বছরের শুরুতেই বিপিএলে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ফিক্সিংয়ে জড়িয়ে যায়। বিশ্বের সর্বকনিষ্ট টেস্ট শতকের অধিকারী মোহাম্মাদ আশরাফুল ফিক্সিংয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এখনও দেশের সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ রয়েছেন তিনি। এরপর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির দূর্নীতিদমন বিভাগ আকসুর সহায়তায় বিপিএলের ফিক্সিংয়ের তদন্তের রিপোর্ট প্রকাশ পায়। যাতে উঠে আসে জাতীয় দলের আরও দুই ক্রিকেটার সহ মোট নয় জনের নাম।

ট্রাইব্যুনাল: বিপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের ঘটনায় অভিযুক্তদের বিচারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ট্রাইব্যুনাল গঠন করেছে। সাবেক তিন বিচারপতিকে নিয়ে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়।vv

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া