adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গবেষণাগারে তৈরি হলো কৃত্রিম মিনি কিডনি

image_69462_0ঢাকা: গবেষণাগারে তৈরি হৃদপিণ্ডের সফল প্রতিস্থাপনে যখন হই হই গোটা বিশ্বে তখন অনেকটা নিশ্চুপেই তৈরি হয়েছিল কৃত্রিম কিডনি। জৈব কিডনির সঙ্গে ব্যবহারিক এবং চারিত্রিক কোনো তফাত নেই এর৷ শুধু আয়তনে প্রকৃত কিডনির অতি ক্ষুদ্র সংস্করণ।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ইনস্টিটিউট ফর মলিকিউলার বায়োসায়ন্স গবেষকরা স্টেম সেলের সাহায্যে ল্যাবরেটরির পেট্রি ডিসের কৃত্রিম পরিবেশে এই ক্ষুদ্র কিডনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। গবেষকদের আশা ভবিষ্যতে কিডনি বিকল হওয়া রোগীদের নতুন জীবন দেবে তাদের এই যুগান্তকারী আবিষ্কার। একই সঙ্গে কিডনির ওপর কোন ওষুধের প্রভাব কেমন, তাও বোঝা সম্ভব হবে কৃত্রিম এই কিডনি দিয়েই।
এই জৈব কিডনি তৈরির কথা বলতে গিয়ে বিজ্ঞানীরা জানান, শুরুতে বিশেষ তাপমাত্রা এবং রসায়ন মিশ্রনে স্টেম সেল রাখা হয়৷ এরপর সময়ে সময়ে সেই স্টেম সেলগুলিকে বিভিন্ন অনুঘটক রসায়নে ভেজানো হয়। প্রথমে চেষ্টা হয় স্টেম সেলগুলিকে কিডনির ভিতরের কোষের মতো কোষে পরিবর্তিত করতে৷ সাফল্য মেলে তাতে। এই পদ্ধতিতে কিডনি গঠনকারী দুটি বিশেষ ধরনের কোষ তৈরি করতে সফল হন গবেষকরা। এক পর্যায়ে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে সেই কোষগুলিকে আয়তনে বাড়ানো হতে থাকে।
গবেষকদলের প্রধান মেলিসা লিটল জানিয়েছেন, 'প্রথমে আমরা এক ধরনের কোষ তৈরি করতে চেষ্টা করেছিলাম। কিন্তু দেখলাম দুই ধরনের কোষ তৈরি হয়ে গিয়েছে৷ এই দুই প্রজাতির কোষের সমষ্টিই কিডনি গঠন করে।'
মেলিসা আরো বলেন, 'সৃষ্ট কিডনি মূলত বহু কোষের জটিল সমষ্টি৷ এই কিডনি আয়তনে খুবই ছোট৷ বলা যায় মিনি। আসলে এই ছোট কিডনিটা সময়ের সঙ্গে আয়তনে বাড়বে।' গবেষণার ফল ইতিমধ্যেই বিখ্যাত বিজ্ঞান পত্রিকা নেচার সেল বায়োলজিতে প্রকাশিত হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া