adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট জ্বরে কাঁপছে সিলেট

image_68647_0 (1)সিলেট: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে সিলেটবাসীর। বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য আইসিসির  সবুজ সংকেত পাওয়ার পর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম কোন ক্রিকেট প্রতিযোগিতা উপভোগের সুযোগ পেয়েছে তারা।

আর তাই ‘আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধনী দিনের খেলা উপভোগ করতে সিলেটের সব বয়সের ক্রিকেটপ্রেমী দর্শকদের ঢল নেমেছিলো। মুশফিক-সাকিব-তামিমদের খেলা উপভোগ করতে রবিবার ভোর থেকে স্টেডিয়াম এলাকায় টিকিটের জন্য অপেক্ষমান লম্বা সারি গিয়ে ঠেকেছিলো রাজপথে।

দুপুর ১২টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন হলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়াম গ্যালারি। বেলা ২টায় মুশফিকুর রহিমের আবাহনী ও তামিম ইকবালের ইউসিবি-বিসিবি দলের মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার পরও টিকিট না পেয়ে স্টেডিয়ামের আশপাশের চা বাগান, আম্বরখানা-বিমানবন্দর সড়কে অবস্থান করতে দেখা যায়।

টিকিট না পাওয়ায় প্রিয় তারকাদের খেলা দেখতে পারেননি অনেকে। আর তাই হতাশ হয়ে বাড়ি ফিরেছেন হাজারো ক্রীড়ামোদী দর্শক। যারা সুযোগ পেয়েছেন তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন।

সব মিলিয়ে প্রায় বারো হাজার দর্শক স্টেডিয়াম গ্যালারিতে বসে বিজয় দিবস টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখেছেন। এর বাইরে আরো অন্তত ৫ থেকে ৭ হাজার দর্শক ছিলেন।

দর্শকদের অভূতপূর্ব সাড়া বাদেও ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।

স্টেডিয়ামের পার্শ্ববর্তী সব জায়গায় পুলিশ, র‌্যাব ও নিরাপত্তা কর্মীরা সতর্ক দৃষ্টি রেখেছিলেন। আশপাশের দালানের ছাদ থেকেও টহল দেয় নিরাপত্তা কর্মীরা। কোন অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি এড়াতেই এই বাড়তি সতর্কতা।

বিজয় দিবস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এমনই সাড়া ফেলেছে সিলেটে ক্রিকেট পাগল মানুষদের মাঝে। খেলা দেখতে আসা আবুল কালাম নামের এক দর্শক বাংলামেইলকে জানান, ‘এই খেলা দেখতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ সকালে অনেক কষ্ট করে টিকেট সংগ্রহ করে খেলা দেখছি।’ তিনি দর্শকদের উপস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই খেলাটা হলো বিশ্বকাপের পূর্বে আরেক বিশ্বকাপ।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া