adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাফিজের সেরা ইনিংসে বড় সংগ্রহ পাকিস্তানের

image_68661_0ঢাকা: মোহাম্মদ হাফিজের ক্যারিয়ার সেরা শতরানের ইনিংসে তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের সামনে বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান ৫ উইকেটে ৩২৬ রান করে। হাফিজ ১৪০ রান করে অপরাজিত থাকেন।

শারজাহতে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই ওপেনার শারজিল খানকে হারায়। এরপর আরেক ওপেনার আহমেদ শেহজাদকে সঙ্গী করে লড়াই শুরু করেন হাফিজ। দ্বিতীয় উইকেট জুটিতে আস্থার সঙ্গে ব্যাট করে এই জুটি ১৬০ রান করে বড় সংগ্রহের মঞ্চ গড়ে দেয়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শেহজাদ ৮৯ বলে ৬ চার ও ২ ছক্কার সাহায্যে ৮১ রানের চমৎকার ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান।

তবে পরবর্তী ব্যাটসম্যানরাও চমৎকার সঙ্গ দেন হাফিজকে। সোহাইব মাকসুদ ২১ বলে ২১ রান করে ফিরে গেলে উইকেটে আসেন অধিনায়ক মিসবাহ উল হক। তিনি ঝড়ো গতিতে মাত্র ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান তুলে এগিয়ে নেন দলকে। ৪র্থ উইকেট জুটিতে তিনি ও হাফিজ ৭৫ রান যোগ করেন। এরই ফাঁকে হাফিজ তুলে নেন ওয়ানডে ক্রিকেটে তার অষ্টম শতকটি। ১১৯ বল খেলে ৫ চার ও ২ ছক্কায় তিনি এই সিরিজে দ্বিতীয় শতকটি পূর্ণ করেন।

শহীদ আফ্রিদি এ ম্যাচে ব্যর্থ হন। তিনি মাত্র ২ রান করেন। তবে তরুণ উমর আকমল শেষ মুহূর্তে আফ্রিদির ভূমিকা পালন করেন। মাত্র ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২৩ রানের উল্কাগতির ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর হাফিজ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৪০ রানে। তার এই অসাধারণ ইনিংসটি ১৩৬ বলে ১১ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল। ফলে পাকিস্তান নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করতে সক্ষম হয়।

প্রথম ম্যাচ জিতে পাকিস্তান সিরিজে এগিয়ে গেলেও পরের ম্যাচ জিতে সমতায় ফেরে লঙ্কানরা। আজকের ম্যাচে জয়ী দলটি ৫ ম্যাচের এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৫০ ওভারে ৩২৬/৫ (হাফিজ অপরাজিত ১৪০, শেহজাদ ৮১, মিসবাহ ৪০, উমর আকমল অপরাজিত ২৩, মাকসুদ ২১, শারজিল ২, আফ্রিদি ২, থিসারা পেরেরা ২/৫৮, মালিঙ্গা ১/৫৮, কুলাসেকেরা ১/৬৭)

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া