adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানি স্বরাষ্টমন্ত্রীর বক্তব্য ধৃষ্টতাপূর্ণ

image_68120_0ঢাকা: কাদের মোল্লার ফাসির প্রতিবাদে পাকিস্তানের স্বরাষ্টমন্ত্রীর দেয়া বক্তব্য ধৃষ্টতাপূর্ণ ও কুটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের সংবিধান, বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ। আমাদের বিচারিক আদালতের রায় বিশ্বের উন্নত রাষ্ট্রের সমমানের । অথচ কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে বহির্বিশ্বের দেয়া বক্তব্যে আমরা আশাহত। কাদের মোল্লার রায়ে কতিপয় ব্যক্তি আমাদের বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করছেন। যা যে কোনো বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ শামিল। তাই আমরা এ মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ৯ মাস ১২ দিনের বিচারিক ব্যবস্থা শেষে কাদের মোল্লার রায় দেয়া হয়। এরপর তিনি ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। রায়ের বিষয়টি আপিল বিভাগের এক মাস থাকার পর আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেন। এরপর কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানিও হয়। সব মিলিয়ে কাদের মোল্লা পূর্ণাঙ্গ আইনি সুবিধা ভোগ করেছেন। এরপরেও কিছু কিছু মহল তার ফাঁসিকে জুডিশিয়াল কিলিং বলছে। যা দেশের সর্বোচ্চ আইনি ব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ণ করে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, অ্যাডভোকেট মুরাদ রেজা, অ্যাভোকেট মমতাজ উদ্দিন ফকির প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এছাড়া ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম এই প্রস্তাবে সমর্থন জানায়।

প্রস্তাবটিতে বলা হয়, বাংলাদেশের উচিৎ হবে না ৪২ বছর আগের পুরনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা। এতে বাংলাদেশে যুদ্ধাপরাধ-সংক্রান্ত সব ধরনের মামলা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়। তবে এই প্রস্তাবে সমর্থন দেয়নি ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পাক স্বরাষ্ট্রমন্ত্রী নিসার বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের প্রতি আনুগত্য ও সংহতি প্রকাশ করায় এই জামায়াত নেতাকে ফাঁসি দেয়া হয়েছে। বাংলাদেশের জন্ম হওয়ার বহু আগে থেকেই অবিভক্ত পাকিস্তানের বড় সমর্থক ছিলেন তিনি (মোল্লা)। আজ তার মৃত্যুতে পাকিস্তানের প্রতিটি নাগরিক শোকাহত হয়ে পড়েছে। তার এ দুঃখজনক মৃত্যতে পুরনো ক্ষতে আঘাত লাগলো।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া