adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ভিসি, রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

image_67032_0 (1)রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া ও রেজিস্ট্রার শাহাজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল করিম কোতয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন।

ক্ষমতার অপব্যবহার করে জনবল নিয়োগ দেয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়েছে, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া কর্মরত থাকাকালে ২০০৯ সালের ৭ মে থেকে চলতি বছরের ৫ মে পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহাজাহান আলী মণ্ডলের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন অনিয়মের মাধ্যমে অনুমোদিত ২৮৫ জন জনবলের স্থলে ৬শ’ ৭৪ জনকে নিয়োগ দিয়েছেন।

এ ছাড়াও তিনি এটিজিএম গোলাম ফিরোজ, মো. ফিরোজুল ইসলাম, সিরাজুম মুনীরা, রেজাউল করিম শাহ এবং খন্দকার আশরাফুল ইসলাম এমনকি উপ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত) শাহাজাহান আলী মণ্ডলের নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করেননি।

তাছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে নর্থ বেঙ্গল ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করন, আইনের তফসিলে বর্ণিত  ৫(৯) ধারার পরিপন্থী কাজ করে ছয় মাসের অধিক অস্থায়ী ভাবে নিয়োগ দান, ডিন নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে ড. গাজী মাযহারুল আনোয়ারকে ডিন হিসেবে নিয়োগ, বছরে একবার সিনেট সভা আহ্বানে বাধ্যবাধকতা থাকলেও তার চার বছরের কর্মময়কালে একবারের জন্য সিনেট সভা আহ্বান না করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়।

মামলার অভিযোগে আরো বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বাবদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত তদন্তে দুর্নীতি, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনের সত্যতা পাওয়ায় তাকে স্বপদে বহাল না রাখাসহ কিছু সুপারিশ করা হয়। সে কারণে দুদকের প্রাথমিক অনুসন্ধানে ভিসি ড. আব্দুল জলিল মিয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহাজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রতীয়মান হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধি আইনের ১০৯ ধারায় মামলা দায়ের করা হলো।

এ ব্যাপারে দুদকের উপপরিচালক ও মামলার বাদী আব্দুল করিম মামলা দায়ের করার কথা স্বীকার করে বলেন তদ্ন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া