adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে এইচ অ্যান্ড এম

image_66462_0ঢাকা: বাংলাদেশের মতো বিশ্বের কিছু দেশের দরিদ্র পোশাক শ্রমিক যাদের মাসিক বেতন ৭০ ডলারেরও কম তাদের জন্য সুখবর দিয়েছে সুইডেনের বিখ্যাত ফ্যাশন জায়ান্ট এইচ অ্যান্ড এম। শ্রমিকদের নিম্ন মজুরির কথা মাথায় রেখে ভবিষ্যতে পন্য ক্রয় আদেশের জন্য আরো বেশি মূল্য দেয়া পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানিটি।
নতুন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে বিশ্বজুড়ে কোম্পানিটির ৮ লক্ষ ৫০ হাজার শ্রমিককে এই সুবিধার আওতায় আনার কথা এখন ভাবা হচ্ছে।   
এ ব্যপারে স্টকহলমে চাপ প্রয়োগকারী কয়েকটি গ্রপের সঙ্গে বৈঠকের পর এই অ্যান্ড এম তাদের এই বিশেষ পরিকল্পনার কথা জানায়।  
সোমবার এ বিষয়ে এক বিবৃতিতে কোম্পানিটির জ্যেষ্ঠ কর্মকর্তা হেলেনা হেলমারসন জানান, ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে তাদের খুচরা পণ্য কয়ে তারা মূল্য বাড়াতে পারেন। তবে তাদের ক্রেতাদের ভয় নেই, কারণ তাদেরকে এর জন্য অচিরেই তেমন বেশি মূল্য দিতে হবে না।
এ বিষয়ে কাজ করা পর্যবেক্ষকরা এটিকে বাংলাদেশের মতো দেশগুলোর পোশাক শ্রমিকদের শ্রম নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন।
সুইডেনের তেমনই এক পর্যবেক্ষক ভিভিকা রিসবার্গ বলেন, ‘এই প্রথম তারা স্বেচ্ছায় পন্য ক্রয় মূল্য বাড়াতে রাজি হয়েছে। তাদের ক্রেতারাও এর জন্য প্রস্তুত আছে। তবে বাংলাদেশের মতো দেশগুলোর এর জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু আমি আশাবাদী যে তারা এরসঙ্গে তাদের স্টেকহোল্ডার, শ্রমিক ইউনিয়নসমূহ, সরবরাহক ও সরকারকে যুক্ত করবে।’
উল্লেখ্য, গত নভেম্বরে এইইচ অ্যান্ড এম তাদের প্রথম মজুরী নীতি ঘোষণা করে। সেসময় কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছিল, তারা যে মজুরী কাঠামো ঘোষণা করেছে তাতে পোশাক শ্রমিকরা ভালোভাবেই জীবনযাপন করতে পারবেন। কিন্তু বাংলাদেশসহ কিছু দেশের পোশাক শ্রমিকরা এখনো অনেকে দরিদ্র সীমার নিচে বাস করে বলে কয়েকটি গ্রুপ কোম্পানিকে চাপ প্রয়োগ করে।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া