adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শহীদের স্মৃতির প্রতি জাতিসংঘের অবমাননা

image_66409_0ঢাকা: জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

সোমবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আপত্তি জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়েছেন। একইসঙ্গে সংবাদমাধ্যম, বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন দেশের দূতাবাসে সে চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

বান কি মুনকে দেয়া সেই চিঠিতে বলা হয়েছে, যখন জামায়াতে ইসলামীর সদস্যরা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বলে প্রমাণিত হয়েছে এবং দল হিসেবে জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার হারিয়েছে সেই মুহূর্তে তারানকোর জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আমরা গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি জানাচ্ছি। এই বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধে ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শুধু অবমাননাই প্রকাশ করে না বরং আমাদের স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামীর যে ভয়াবহ ভূমিকা যার বিপুল প্রমাণাদি বিশ্বের গণমাধ্যমগুলোর আর্কাইভে সংরক্ষতি রয়েছে সেসব দেখেও না দেখার এবং জেনেও না জানার অনুভূতরি জন্ম দেয়।

উল্লেখ্য, নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্য নিয়ে ঢাকায় অবস্থান করছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। গত শুক্রবার তিনি ঢাকা আসেন। পাঁচ দিনের সফরে এ পর্যন্ত তিনি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় সোমবার জামায়াতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারানকো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া