adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক সহিংসতা বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এফবিসিসিআই’র

image_58655_0ঢাকা:  চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআিই। অবিলম্বে সহিংসতা বন্ধ না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে- হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে “রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শান্তির দাবি।” শীর্ষক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয়া হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট হেলাল উদ্দিন বলেন,  “আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে,  এ সহিংসতা বন্ধে সাদা পতাকা হাতে নিয়ে কর্মসূচি দিয়েছি। তারপরেও রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, তবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

একই অনুষ্ঠানে, রিহ্যাব সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন,  “দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তাদের অধিভুক্ত এসোসিয়েশন নিজস্ব কার্যালয়ের সামনে সাদা পতাকা হাতে প্রতিবাদবন্ধন কর্মসূচী পালন করবে। ১৫ ডিসেম্বর  সকাল  থেকে দুপুর  পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

কঠোর কর্মসূচি কী হতে পারে এমন প্রশ্নের জবাবে রিহ্যাব ভাইস-প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “কর্মসূচি কী হবে তা সময়ই বলে দেবে।”

সভায় আরো উপস্থিত ছিলেন রিহ্যাব সিনিয়র সহ-সভাপতি মোবাররম হোসেন খান, সহ-সভাপতি মেজর জেনারেল (অব) মো. আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম বাদলসহ অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া