adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিতর্কের আগুন উস্কে দিল ওয়েস্ট ইন্ডিজ

image_66357_0ঢাকা: এমনিতেই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল নিরাপত্তার কারন দেখিয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করায় তা যেন বিতর্কের আগুন আরো উস্কে দিয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন বলেন,‘গত পরশু দিন এই ঘটনা ঘটে। আমরা জানতে পারি তারা এই সিরিজ না খেলার পরিকল্পনা করছে। তখন ঢাকা থেকে টিম যায় তাদেরকে এই বিষয়টা বোঝানোর ব্যাপারে। আজ সকালে তাদের পক্ষ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে এই খবরটি জানানো হয়।’

এছাড়াও তিনি আরো বলেন,‘আমরা চেষ্টা করবো যেনো তারা এই ধরণের সিদ্ধান্ত থেকে ফিরে আসে। আমাদের পক্ষ থেকে বিকালে সরাসরি ওদের সাথে কথা বলা হবে। তখন সঠিক তথ্যটা জানা যাবে। আমার আমাদের সর্বাত্নক চেষ্টা করছি তাদের রাখার জন্য।’ কেউ কেউ বলছে তাদের ফ্লাইট ব্যবস্থা করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘না ওদের চলে যাওয়ার বিষয়ে এখনও ফ্লাইট ব্যবস্থা হয়নি। গতকালকেও বলেছি যে আসলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটার জন্য টিম ম্যানেজমেন্ট আছে তারা ওদের বুঝানোর চেষ্টা করছে।’

এই সিরিজ থেকে তো আইসিসির কাছে নেতিবাচক ধারণা পৌঁছে যাচ্ছে, বিশ্বকাপে কি প্রভাব পড়বে এমন প্রশ্নে তিনি বলেন,‘এটা তো একটি রাজনৈতিক ব্যাপার। আইসিসি থেকে আমাদের কাছে এই বিষয়গুলো কি হচ্ছে এই ব্যাপারে আমাদের কাছে আপডেট জানতে চেয়েছে। আমার অফিসিয়ালি তাদের আপডেট জানাচ্ছি যে আমরা তাদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছি ।’

উল্লেখ্য, স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। রোববার চট্টগ্রামে একই ভেন্যূতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগের দিন বিকালে হোটেলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এরপর নিরাপত্তার অজুহাতে সিরিজ প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া