adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে

image_58076_0রাজশাহী: অবরোধের উত্তাপ ছড়িয়েছে রাজশাহীর বাজারে। শুক্রবার রাজশাহী নগরীর সাহেববাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম প্রতিকেজিতে ২০ টাকা বেড়েছে। এছাড়া অন্য দিনের চেয়ে শুক্রবার তুলনামূলক ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে।বিক্রেতারা বলছেন, “গত কয়েকদিনের অবরোধের কারণে বাজারে তুলনামূলক ক্রেতার সংখ্যা কম ছিল। এছাড়া বিক্রিও হয়েছে কম। এতে করে ব্রয়লার মুরগির আমদানি কমে যায়।আর শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতার সমাগম বেড়েছে, তাই ক্ষতি পুষিয়ে নিতে দাম কিছুটা বেড়েছে বলে জানান তারা।  খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতিকেজি ১০০ টাকা দরে। আশপাশের বাজারেও একই দামে বিক্রি হয়েছে তবে ব্রয়লার মুরগির দাম সহসাই কমে যাবে বলে আশা করছেন বিক্রেতারা।অন্যদিকে, বাজারে ইলিশসহ সব ধণের মাছ-মাংসের দাম আগের মতই অপরিবর্তিত রয়েছে। শুক্রবার বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬০০ থেকে ৬৫০ টাকা এবং এর চেয়ে ছোট আকারের ইলিশ ৪০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।গরুর মাংস প্রতিকেজি ২৬০-২৭০ টাকা আর খাসির মাংস ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, হরতাল-অবরোধের কারণে মানুষ সহিংসতার আশংকায় উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন। আর শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। তাই এই সুযোগে বাজারে ক্রেতাদের সমাগম অন্য দিনের চেয়ে বেশি বলে মনে করছেন তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া