adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনিংস হারের শঙ্কায় ক্যারিবীয়রা

jrfg-ot20131205123546ডানেডিন: আবারও ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। এবার নিউজিল্যান্ডেও সেটার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। স্বাগতিকদের ৬০৯ রানের জবাবে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ২১৩ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দুই উইকেটের বিনিময়ে ১৬৮ রানে তৃতীয় দিন শেষ করেছে ড্যারেন স্যামি বাহিনী। ৮ উইকেট হাতে রেখে তারা এখনও পিছিয়ে ২২৮ রানে। 

তৃতীয় দিন শেষে,

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ৬০৯/৯ ডি.

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস- ২১৩/১০, দ্বিতীয় ইনিংস- ১৬৮/২ (ফ.অ.) (৪৯ ওভার)

৬৭ রানে দুই উইকেট হারিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তিন রান যোগ হতেই টিম সাউদির বোলিং তোপে পড়ে তারা। ড্যারেন ব্রাভো দ্বিতীয় সেরা ৪০ রানে ফিরলে শিবনারায়ন চন্দরপল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন।

সাউদির সঙ্গে আক্রমণে যোগ দেন আরেক পেসার ট্রেন্ট বোল্ট। চন্দরপলকে ব্যক্তিগত সেরা ৭৬ রানে বোল্ড করেন তিনি।

স্যামি ২৭ রানে অপরাজিত থাকলেও তার সঙ্গীসাথী সবাই সাজঘরে। 

সাউদি একাই নেন চারটি উইকেট। তিনটি পান বোল্ট ও দুটি ইশ সোধি।

৪৯৬ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় ফলো অনে পড়ে ক্যারিবীয়রা। কাইরন পাওয়েল (১৪) আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন।

এরপর কার্ক এডওয়ার্ডস ও ড্যারেন ব্রাভোর ১১৭ রানের জুটিতে স্বস্তি ফিরে আসে। পানি পানের বিরতির পর ব্যক্তিগত ৫৯ রানে সোধির এলবিডব্লুর শিকার হন এডওয়ার্ডস। ব্রাভো ৭২ ও মারলন স্যামুয়েলস ১৭ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে বোল্ট ও সাউদি একটি করে উইকেট নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া