adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আত্মপ্রকাশ করলো বিশ্বকাপের বল ব্রাজুকা

image_65453ঢাকা: বিশ্বকাপ ফুটবল ২০১৪ ড্র অনুষ্ঠানের ৩ দিন আগে অবমুক্ত হলো বিশ্বকাপের অফিসিয়াল বল ব্রাজুকা। প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস এই বলকে এ যাবত কালের সবচেয়ে নিখুঁত বল হিসেবে বর্ননা করে আশা করেন এটা ফুটবলপ্রেমী এবং খেলোয়াড়দের পরিতৃপ্তি এনে দিতে সক্ষম হবে।

ফুটবলের দেশ ব্রাজিলের সঙ্গে নামের সঙ্গতি রেখে অ্যাডিডাস বলটির নামকরন করেছে ব্রাজুকা হিসেবে। স্থানীয় ভাষায় যার অর্থ হচ্ছে ব্রাজিলিয়ান বা বিশদভাবে বলতে গেলে বুঝায় ব্রাজিলের জীবন-যাত্রা। এই বলকে যথেষ্ঠ পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমেই চূড়ান্ত করা হয়েছে বলে দাবী করেছে অ্যাডিডাস।

১৯৭০ সাল থেকেই অ্যাডিডাস বিশ্বকাপ বলের যোগান দিয়ে আসছে। তবে ২০১০ সালের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যবহৃত জাবুলানি বলটি ব্যাপক হারে সমালোচিত হয়। দক্ষিণ আফ্রিকার অবস্থান হচ্ছে সমুদ্র পৃষ্ঠের অনেক উপরে। আর এই কন্ডিশনে তুলনামূলক হালকা এবং কম সুতার ব্যবহারে তৈরী বল জাবুলানি খেলোয়াড়দের বিশেষ করে গোলরক্ষকদের জন্য দুঃস্বপ্ন হিসেবে বিবেচিত হয়। সেই ভূলের পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে পুরোপুরি আত্নবিশ্বাসী এখন জার্মান ভিত্তিক বিশ্বখ্যাত এই ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাডিডাস জানায়, ব্রাজিল বিশ্বকাপে ব্যবহৃত হতে যাওয়া বল ব্রাজুকার ব্যাপারে নিশ্চিত হতে বিশ্বের সেরা প্রায় ৬০০ ফুটবলার এবং তিনটি মহাদেশ জুড়ে ১০ দেশের ৩০টি দলের কাছে উপস্থাপন করা হয়। এতে প্রায় আড়াই বছর সময় ব্যয় হয়। এছাড়াও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং গত ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা – সুইডেনের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ব্রাজুকা ব্যবহৃত হয়। তবে ভিন্ন রঙে।

ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেজ বিশ্বকাপ বল ব্রাজুকার প্রশংসা করে বলেন, ‘ঘাসে বা বাতাসে বলটি খুবই চমৎকার আচরন করে। আমি বিশ্বাস করি, খেলোয়াড়রা এই বলে খেলতে খুবই ভালোবাসবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া