adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষ অ্যাওয়ার্ডে মনোনীত আমলা-ক্লার্ক-এন্ডারসন

vpp-njneq-ot20131203175024দুবাই: এ বছরের আইসিসি’র শীর্ষ ‍অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই খবর জানিয়েছে।

এই তিন তারকা ক্রিকেটার ‘বর্ষসেরা ক্রিকেটার’ ও ‘বর্ষসেরা টেস্ট খেলোয়াড়’ দ‍ুই ক্যাট‍াগরির সংক্ষিপ্ত তালিকাতেই নাম লিখিয়েছেন।

বর্ষসেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড ‘স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি’ পাওয়ার দৌড়ে আরও আছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি আছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকাতেও। বর্ষসেরা দলে না থাক‍া একমাত্র খেলোয়াড় হিসেবে এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।

বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় আছেন ট্রেন্ট বোল্ট, চেতেশ্বর পুজারা, জো রুট ও মিচেল স্টার্ক। এই অ্যাওয়ার্ডের যোগ্য হতে হলে পারফরমেন্সের সময়সীমার মধ্যে প্রার্থীর বয়স ২৬ বছরের কম হতে হবে, খেলতে হবে পাঁচটি টেস্ট বা ১০টি ওয়ানডে বা পাঁচটি টি-টোয়েন্টিরও কম ম্যাচ।

অ্যাওয়ার্ডগুলোর জন্য ২০১২ সালের ৭ আগস্ট থেকে এ বছরের ২৫ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের মূল্যায়ন করা হয়েছে। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বে গঠিত প্যানেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করবে ১৪ ডিসেম্বর।

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার বা স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি: হাশিম আমলা, জেমস এন্ডারসন, মাইকেল ক্লার্ক, অ্যালিস্টার কুক, মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা।

আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: হাশিম আমলা, জেমস এন্ডারসন, রবিচন্দ্রন অশ্বিন, মাইকেল ক্লার্ক, চেতেশ্বর ‍পুজারা, ডেল স্টেইন।

‌আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: সাঈদ আজমল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, মিসবাহ উল হক, রবিন্দ্র জাদেজা ও কুমার সাঙ্গাকারা।

আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড), চার্লত্তে এডওয়ার্ডস (ইংল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), ড্যান ভ্যান নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা), অ্যানিয়া শ্রুবসোল (ইংল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)।

আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: ট্রেন্ট বোল্ট, চেতেশ্বর পুজারা, জো রুট ও মিচেল স্টার্ক।

আইসিসি বর্ষসেরা সহযোগী ও অধিভুক্ত ক্রিকেটার: কেভিন ও’ব্রায়ান (আয়ারল্যান্ড), কাইল কোয়েত্জার (স্কটল্যান্ড), এড জয়েস (আয়ারল্যান্ড), নওরোজ মঙ্গল (আফগানিস্তান)।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি আন্তর্জাতিক পারফরমেন্স: উমর গুল- ২.২-০-৬-৫ বনাম দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরিয়ন, ৩ মার্চ, ২০১৩; মার্টিন গুপ্টিল- ১০১* (৬৯ বল, ৯ চার, ৬ ছয়) বনাম দক্ষিণ আফ্রিকা, ইস্ট লন্ডন, ২৩ ডিসেম্বর ২০১২; ব্রেন্ডন ম্যাককালাম- ১২৩ (৫৮ বল, ১১ চার, ৭ ছয়) বনাম বাংলাদেশ, পাল্লেকেলে, ২১ সেপ্টেম্বর ২০১৩; অজন্তা মেন্ডিস- ৪-২-৮-৬ বনাম জিম্বাবুয়ে, হাম্বানতোতা, ১৮ সেপ্টেম্বর ২০১২।

আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার: সুজি বেটস (নিউজিল্যান্ড), শ্যানেল ড্যালে (ওয়েস্ট ইন্ডিজ), দিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সারাহ টেলর (ইংল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)।

আইসিসি বর্ষসেরা আম্পায়ারের ডেভিড শেফার্ড ট্রফি: আলীম দার, স্টিভ ডেভিস, কুমার ধর্মসেরা, মারাইস এরাসমুস, ইয়ান গোল্ড, টনি হিল, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবর, নিগেল লং, ব্রুস ওক্সেনফোর্ড, পল রেইফেল ও রডনি টাকার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া