adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে শচীন বন্দনায় তালিবানদের হুমকি

fnpuva-cenvfr-ot20131128161513করাচি: ২৪ বছরের অসাধারণ ক্যারিয়ার শেষে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন শচীন টেন্ডুলকার। চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ভারতীয় লিটল মাস্টারের প্রশংসায় কার্পণ্য করছে না পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। কিন্তু বাধ সেধেছে দেশটির তালিবান গোষ্ঠী। শচীনকে নিয়ে বন্দনা বন্ধ করতে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়েছে তারা।

শচীন নয়, পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক মিসবাহ উল হকের প্রশংসা করা উচিত জানালেন এই জঙ্গীগোষ্ঠীর একজন মুখপাত্র। 

গত ১৬ নভেম্বর মুম্বাইয়ের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে বিদায় নেন শচীন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যানকে নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মিডিয়া এখনও গুণগান গাইছে। তবে ভারতের সঙ্গে রাজনৈতিক সঙ্কট থাকার কারণে পাকিস্তানে তাকে নিয়ে মাতামাতি বাড়াবাড়ি মনে করছে তালিবানরা।

একে-৪৭ হাতে ধরা দুজন মুখোশধারী ব্যক্তিতে পাশে নিয়ে সতর্কবার্তা দিয়ে একটি ভিডিও প্রচার করেছেন তেরেরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান মুখপাত্র শহীদুল্লাহ শহীদ। মূল কথা ছিল ‘লিটল মাস্টার’কে নিয়ে কথা বলা বন্ধ কর,‘একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আছে, টেন্ডুলকার নামে ডাকা হয় তাকে। পাকিস্তানি মিডিয়াগুলো তার প্রশংসায় বাড়াবাড়ি করছে। অনেক পাকিস্তানিও প্রশংসা করছে তার।’

তিনি আরও বলেন,‘এখন পাকিস্তানি মিডিয়াগুলো ও অন্য পাকিস্তানিদের কাছে গিয়ে কাউকে বলা উচিত টেন্ডুলকার কত ভালো সেটা কোনো ব্যাপার নয়। তাদের উচিত আর তার প্রশংসা না করা। এটা পাকিস্তানি জাতীয়তা বিরোধী। দেশের আনুগত্যেরও বিরোধী।’

সাবেক ক্রিকেটার ও মিডিয়ার কাছে মিসবাহর ব্যাটিং কৌশল ও অধিনায়কত্ব সমালোচিত হলেও শহীদুল্লাহর মতে তাকে সমর্থন করা উচিত। প্রচার করা ওই ভিডিওতে জঙ্গীগোষ্ঠীর মুখপাত্র বলেন,‘কোনো ব্যাপার নয় মিসব‍াহ উল হক নিম্নমানের ও নিচু পর্যায়ের খেলোয়াড়। পাকিস্তানি মিডিয়ার উচিত তার প্রশংসা করা। কারণ সে একজন পাকিস্তানি।’

গোপন জায়গা থেকে এএফপিকে ফোন করে বৃহস্পতিবার এই ভিডিওর সত্যতা স্বীকার করেছেন শহীদুল্লাহ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া