adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইঞ্জিনে আগুন

image_64146চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার উথলী স্টেশনে যাত্রীবাহী রকেট মেইল ট্রেনের ইঞ্জিনে আগুন দিয়েছে অবরোধকারিরা।


মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি উথলী স্টেশনে পৌঁছলে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ওই ট্রেনের জানালার কাঁচসহ ব্যাপক ভাঙচুর চালায়।


খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার ব্রিগেড (দমকল) কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই রেলওয়ে পুলিশ ও ট্রেনযাত্রীরা আগুন নিভিয়ে ফেলে বলে দাবি করেছেন চুয়াডাঙ্গা ফায়ার ব্রিগেড অফিসের ইনচার্জ জাকির হোসেন।


তবে এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা ওই ট্রেন খুলনা পোঁছানোর পর বলা সম্ভব হবে বলে তিনি জানান।


রাত ১২টা ৪০ মিনিটে আক্রান্ত ট্রেনটি পুনরায় খুলনার উদ্দেশ্যে উথলী স্টেশন ত্যাগ করে।


উথলী স্টেশনের সহকারি স্টেশন মাস্টার আয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ট্রেনে আগুন লাগার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।


জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব খান বাংলামেইলকে জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে থানা থেকে যতদ্রুত সম্ভব পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া