adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফাঁস ঠেকানো যাচ্ছে না প্রাথমিক সমাপনীর

05প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাচ্ছে না। গণিত ও বাংলা বিষয়ের পর এবার ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। গত দুই দিন (শুক্র ও শনিবার) রাজধানীসহ দেশের বড় বড় শহরে ইংরেজির প্রশ্নপত্র বিক্রি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এটিকে বলা হয়েছে সাজেশন। যারা কথিত সাজেশন নিয়েছে তাদের পরীক্ষার আগের রাতে বা দিনের নির্দিষ্ট একটি সময়ে যোগাযোগ করার কথা বলে ‘টোপ’ দেয়া হয়েছে। বলা হয়েছে, তখন মূল সাজেশনই (প্রশ্নপত্র) দেয়া হবে, যার সাথে পরীক্ষার হলের প্রশ্নে মিল থাকবে। এ দিকে গত ৪৮ ঘণ্টা আগে (গত বৃহস্পতিবার বিকেলে) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদšেত্ম অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদšত্ম কমিটি গঠন করা হলেও এর অপর দুইজন সদস্য কারা এবং তাদের পদ মর্যাদাই বা কী তা জানাতে রহস্যজনক নীরবতা ও এক ধরনের গোপনীয়তা অবলম্বন করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কমিটি কাজ শুরু করেছে কি না তা-ও প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন তদšত্ম কমিটির প্রধান। এসব ব্যাপারে গতকাল শনিবার বিকেলে মোবাইল ফোনে অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তদšত্ম কমিটির অপর সদস্যদের নাম জানাতেও তিনি অস্বীকার করেন। এত গোপনীয়তার কারণ জানতে চাইলে তিনি নয়া দিগšত্মকে বলন, ‘মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের নির্দেশনা ও নীতিমালা অনুসারেই সব করা হচ্ছে। আমি ওই নির্দেশনার বাইরে যেতে পারি না।’ গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে একযোগে ও অভিন্ন প্রশ্নপত্রে পঞ্চম শ্রেণীর সাধারণ এবং মাদরাসা স্তরে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এ পর্যšত্ম গণিত ও বাংলা বিষয়ের পরীক্ষা সমাপ্ত হয়েছে। এ দুইটি বিষয়ের প্রশ্নও ফাঁস হয়েছে। আজ ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটির প্রশ্নপত্র গত দুই দিন থেকে পাওয়া যাচ্ছে। গতকাল বিকেলে সর্বশেষ দফায় ইংরেজির যে কথিত ‘প্রশ্নপত্র’ বিতরণ বা বিক্রি হচ্ছে সেটাকে নিশ্চিত করা হয়েছে ‘এটিই পরীক্ষার হলে’ পাওয়া যাবে। এ দিকে ফাঁস হওয়া প্রশ্নপত্রে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এরপর ওই দিন বিকেলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম আশরাফুল ইসলামকে প্রধান করে তদšত্ম কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তদšত্ম প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ফাঁস হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় কোনো পদক্ষেপই নেয়নি। তবে আšত্মঃবোর্ড সমন্বয় কমিটির একটি অভ্যšত্মরীণ তদšত্ম কমিটির গঠন করেছে। প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিইর) মহাপরিচালক শ্যামলকাšিত্ম ঘোষ বলেন, ‘ইংরেজি পরীক্ষার প্রশ্নের সাথে কথিত প্রশ্নপত্র মিলে গেলে মন্ত্রণালয় এ ব্যাপারে করণীয় ঠিক করবে। এ ছাড়া মন্ত্রণালয় ইতোমধ্যে এ ঘটনা তদšেত্ম একটি কমিটিও গঠন করেছে।’ তদšত্ম কমিটি কাজ শুরু করেছে বলেও তিনি জানান। ফাঁস হওয়া কথিত ইংরেজির প্রশ্নপত্র হচ্ছে : চলতি বছর থেকে চালু করা ইংরেজি সিলেবাসের আঙ্গিকে প্রশ্ন সাজানো হয়েছে প্রশ্নপত্রে। কথিত ফাঁস হওয়া ওই প্রশ্নপত্র হচ্ছে (১) উরধষড়মঁব: অ ইড়ড়শ ঋধরৎ (২) খবঃঃবৎ: তোমার ঐড়ননু সম্পর্কে জানিয়ে বন্ধুকে পত্র লিখ (৩) ঝযড়ৎঃ ঈড়সঢ়ড়ংরঃরড়হ: ইরৎঃযফধু চধৎঃু ড়ৎ ণড়ঁৎ ঈষধংং ৎড়ড়স (৪) ঋড়ৎস পূরণ: ঞযব ঘধসব ড়ভ অঢ়ঢ়ষরপধহঃ, ঋধঃযবৎ’ং ঘধসব: গড়ঃযবৎ’ং ঘধসব, ঝববশরহম ঃড় ধফসরংংরড়হ ঃড় ঈষধংং, উধঃব ড়ভ ইরৎঃয, ঝরমহধঃঁৎব (৫) জব-ধৎৎধহমব: খড়হম ঃরসব যিবহ জধলঁ ধিং রহ পষধংং ভরাব (৬) চঁহপঃঁধঃরড়হ: চধমব ঘড়. ৪৬ (৭) ইবহমধষর ঃড় ঊহমষরংয: ঢ়ধমব ৬৭ ধহফ ৬৮ (ঞযবৎব ধৎব ৩৬৫ ফধুং রহ ধ ুবধৎ. অ খবধঢ় ণবধৎ যধং ৩৬৬ ফধুং … … … (৮) ঊহমষরংয ঃড় ইবহমধষর: ঢ়ধমব ৬৬ (৯) টহংববহ চধংংধমব: ঞযব হধসব ড়ভ গধসঁহ’ং যড়সব রং করংযড়ৎমড়হল . … এ গল্পগুলো থেকে একটি অনুচ্ছেদ আসবে। তা থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হবে। (১০) ংববহ চধংংধমব: ইধষধষ রং ধ ষরঃঃষব নড়ু… যব শরষষং ধহ ধহঃ. পাঠ্যবইয়ের এ অনুশীলনী থেকে একটি অনুচ্ছেদ আসবে। ওই অনুচ্ছেদ থেকে পরীক্ষার্থীদের টিক চিহ্ন, সত্যমিথ্যাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া