adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি

73685_1ঢাকা: রাষ্ট্রপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে নির্বাচনকালীন সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



বুধবার নবম জাতীয় সংসদের ১৯তম ও শেষ অধিবেশনের শেষ কার্যদিবসে প্রধানমন্ত্রী এ কথা বলেন।



তিনি বলেছেন, ‘আমি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছি, আমরা সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। রাষ্ট্রপতি আমাকে নির্বাচনকালীন সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে বলেছেন।’



শেখ হাসিনা বলেন, অতীতে ক্ষমতা ছাড়ার সময় নানা সংকট হয়েছে। ১৯৭৫ সালের পর এই ৩৮ বছরে মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল ২০০১ সালে। এছাড়া আর কখনও সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। এটা জাতির জন্য দুঃখজনক।



প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আজই নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শেষ কার্যদিবস হলে আগামী ২৪ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের আর কোনো অধিবেশন বসবে না।



অবশ্য তিনি বলেন, নির্বাচন পর্যন্ত সংসদ বহাল থাকবে। তবে যুদ্ধাবস্থা বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে আর অধিবেশন বসবে না।



শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। বাংলার মাটিতে নির্বাচন হবে। নির্বাচন বানচাল করার মতো ক্ষমতা কারো নেই।’



তিনি বলেন, ‘একটি প্রক্রিয়া শুরু হোক। নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে কষ্ট করতে হবে না, যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটিই আমাদের লক্ষ্য।’



প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গঠিত কমিটি ১১ মাস ২৭টি সভা করে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের সুপারিশমালা পেশ করে। তার আলোকে সংশোধনী নিয়ে আসি, যাতে করে মানুষের সাংবিধানিক ভোটাধিকার রক্ষা হয়।’



তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, আমরাও সেভাবে নির্বাচন করবো। আগামীতে যাতে ফাঁক-ফোকর দিয়ে কোনোভাবে অসাংবিধানিক সরকার ক্ষমতায় না আসতে পারে। অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতায় আসুক এবং হত্যা-ক্যুর রাজনীতি আমরা চাই না।’



শেখ হাসিনা বলেন, ‘সংবিধান মোতাবেক মেয়াদ শেষ হওয়ার  ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচনের সময় এসেছে। ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে বলেছি, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।’



‘প্রত্যেক দেশে নির্বাচনের সময় যেভাবে রাষ্ট্রপ্রধানকে জানানো প্রয়োজন, সেভাবে জানিয়েছি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন, নির্বাচনচলাকালীন সময়ে সংসদ বহাল রাখা। আমরা একটি মন্ত্রিপরিষদ গঠন করেছি, যার আকার আরো ছোট’ যোগ করেন তিনি।



প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে গেজেট নোটিফিকেশন হয়েছে। এ সরকার অন্তর্বর্তীকালীন হিসেবে নির্বাচনকালীন সরকার থাকবে। কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না, রুটিন কাজ করবে। নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা  মেনে চলতে সরকার বাধ্য থাকবে। সরকারি সুযোগ-সুবিধা নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারবে না।’



তিনি বলেন, ‘আমরা চাই, আমরা অন্তত শুরু করে যাই, সাংবিধানিক প্রক্রিয়া যা আগামী দিনে চলতে থাকবে। বিরোধী দলকে বলেছি, নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। সংসদে আমাদের সদস্য সংখ্যা বেশি। তবু অন্তর্বর্তীকালীন সরকারে বিরোধী দলকে নাম দিতে বলেছি, কোন মন্ত্রণালয় চান, তা বলেছি।’



শেখ হাসিনা বলেন, ‘ছবিসহ ভোটার তালিকা আছে, স্বচ্ছ ব্যালট বাক্স আছে। আগের মতো নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টিসহ অন্যান্য পার্টি সাড়া দিয়েছে। বিরোধী দল আসলে আমরা অত্যন্ত আনন্দিত হতাম।’



তিনি বলেন, ‘আমরা ভোটের জন্য সারাজীবন সংগ্রাম করেছি। আর নির্বাচনে কারচুপি হবে তা আমরা চাই না। আমাদের দুর্ভাগ্য শুধু বিরোধী দলের কাছ থেকে সাড়া পাচ্ছি না। জনগনের ভোট চুরি করে ক্ষমতায় আসার নিয়ত আমাদের নেই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া