adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীকে দেখতে নয়াপল্টনে খালেদার ৫ মিনিট

image_63065 (1)ঢাকা: বঙ্গভবন থেকে গুলশান ফেরার পথে কেন্দ্রীয় কার্যালয়ে ‘অবরুদ্ধ' দলের যুগ্ম-মহাসচিব এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। পরে রিজভী কার্যালয় থেকে নিচে নেম আসলে বেগম জিয়া তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

খালেদা জিয়া সেখানে ৫ মিনিট অবস্থান করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সংগঠরে বেশকিছু নেতাকর্মী সেখানে ছিলেন। পরে বেগম জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। রাত ৮টা ২০ মিনিটে তিনি নিজ কার্যালয়ে পৌঁছান।

২১ অক্টোবরও বেগম জিয়া যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে রিজভীর জন্য নির্ধারিত কক্ষেই কিছুক্ষণ অবস্থান করেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর থেকে রিজভীকে কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রেখেছে পুলিশ। ওই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য দুঃসাহসিক অভিযান চালান দপ্তরের দায়িত্বে নিয়োজিত এই যুগ্ম-মহাসচিব। আটক এড়াতে আগের দিন প্রেসক্লাবে রাতযাপন করেন রিজভী।

পরদিন সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির এ নেতা। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নয়াপল্টন কার্যলয়ে যাওয়ার জন্য দুঃসাহসিক অভিযান চালান তিনি। পুলিশ কার্যালয় অবরুদ্ধ করে রাখায় বিকল্প পথে যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য খুব সকালে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পাশের ভবনের ছাদে উঠেন। সেখান থেকে চারপাঁচজন অফিস স্টাফ তাকে টেনে কার্যালয়ে তুলে নেয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া