adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শচীনের বিদায়ে স্মৃতিবিধুর আশরাফুল

fnpuva-nfu-ot20131118181254ঢাকা: বিদায় নিলেন শচীন টেন্ডুলকার। তার বিদায়ে আপ্লুত ক্রিকেট বিশ্ব। তাকে যারা অনুপ্রেরণা মেনেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং লিজেন্ডের বিদায়ে মনে পড়ে গেল তার সঙ্গে নানা স্মৃতি। দুজনের মধ্যে মিলও আছে একটি জায়গায়- আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে ছিলেন বলবয়।



খুব ছোট্টবেলা থেকেই শচীনের ভক্ত আশরাফুল। বলবয় থাকাকালে একবার মাঠে দেখা হয়েছিল শচীনের সঙ্গে। সেবার তার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান,‘ছোটবেলা থেকেই শচীন টেন্ডুলকার আমার রোল মডেল ছিল। ১৯৯৮ সালে যখন আমি অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলি তখন  আমার বন্ধু তাঁর পোস্টার আমাকে দিয়েছিল। আমি ছোটবেলা থেকেই উনার ভক্ত ছিলাম। অঙ্কুরে অনুশীলন করতাম ওয়াহেদ স্যারের ওখানে। উইলস কাপ ও এশিয়া কাপে যখন বল বয় ছিলাম। তখন ম্যাচ শুরুর আগে আমরা কিছুটা সময় পেতাম। ৯৮‘এর ঘটনা- নেটে বোলিং করার সময় তাঁকে কাছে পেলাম। ওই সময় তাঁর সঙ্গে ছবিও তুলেছি।’



২০০৪ সালে আবারও দেখা হয় শচীনের, সেবার ভারতীয় ব্যাটিং তারকা ছিলেন প্রতিপক্ষ। আর আশরাফুল জাতীয় দলের তারকা ক্রিকেটার। ওই সময় খেলা চলাকালে টিম হোটেলে শচীনের সঙ্গে দেখাও করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক,‘২০০৪ সালের কথা। আমরা টিম হোটেলে ছিলাম। আগেও শচীনের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু সেবার হলো আরও অনেক কথা। বেশ কাছাকাছি গিয়ে কথা হলো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকা টেস্টে করেছিলাম ৬০ রান। পরে চট্টগ্রাম টেস্টের আগে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ মিলল।’



ভাষাগত সমস্যা ছিল আশরাফুলের, কিন্তু শচীনের সামনে যেতেই সেই সমস্যার সমাধান,‘ওই সময় আমি হিন্দি ও ইংরেজি ভালো পারতাম না। একাই তাঁর সঙ্গে কথা বলেছি। উনি নিজে থেকেই আমাকে বলল তুমি বাংলায় বলো। সব কথা ছিল খেলা নিয়ে। বললাম আমার খেলায় ধারাবাহিকতা থাকে না। বলেছিলেন প্রথমবার যতটা মনোযোগ থাকে পরেরটিতে ততটা থাকে না, ভালো করতে হলে সেটা করতে হবে। আর অন্য দল তোমার দুর্বলতা নিয়ে কাজ করে তাই তুমি ভালো কিছু করতে পারছো না। মন খুলে খেলতে বললেন। সেবারই ১৫৮ করলাম। অসাধারণ এক অনুভূতি ছিল।’



একবার শচীনের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাও হয়েছে আশরাফুলের। ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন বাংলাদেশের এই তারকা। সেই অভিজ্ঞতা বললেন তিনি,‘আমি যখন মুম্বাই ইন্ডিয়ান্সে সুযোগ পেলাম। আমার জন্য এটা অসাধারণ একটা মুহূর্ত ছিল। কারণ আমি উনার ভক্ত ছিলাম। ৪৫ দিন ছিলাম একই ডেসিং রুমে। একদিন বৃষ্টি হচ্ছিল, ডেসিং রুমে আমরা ক্রিকেট খেলছিলাম। তাঁর বল এতো স্পিন করে বোঝাই যায় না। একটা বলও আমি লাগাতে পারিনি। প্রায় ৬/৭ বল একটিও লাগাতে পারিনি। এছাড়া ব্যাটিং করার সময় উনি জানেন কোন বল কী হচ্ছে। এজন্যই অন্য সব ব্যাটসম্যান থেকে আলাদা উনি।’ 



ভারতীয় ব্যাটিং তারকা ছিলেন অনেক সচেতন, এমনটা সেবারই বুঝতে পেরেছিলেন আশরাফুল,‘মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রাতের খাবারের দাওয়াতে গিয়েছি। সেখানে আমরা সবাই স্বাভাবিকভাবে গিয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন শচীন। বাইরে অনেক ঠান্ডা বাতাস ছিল। তাই তিনি আগে থেকেই কান টুপি, জ্যাকেট সঙ্গে নিয়ে এসেছিলেন। সেটা দেখে আমি বুঝতে পারলাম যে কোনো বিষয়ে তিনি খুব সচেতন।’



সবকিছু ছাপিয়ে শচীনকে নিজের বাড়িতে আপ্যায়ন করাতেই বেশি খুশি আশরাফুল। ওই মুহূর্তকে বিশেষ পাওয়া মানেন তিনি,‘২০০৯ সালে ভারত বাংলাদেশে এসেছিল। দলের সঙ্গে প্রথম ম্যাচে শচীন আসেননি। পরে ম্যাচের আগে এসেছিলেন। হরভজন আমাকে বলছিল আশরাফুল তোমার বাসায় নিবে না! তখন আমি বললাম অবশ্যই, শচীনের জন্যই অপেক্ষা করছি। ওইদিন ছিল বৃহস্পতিবার। হরভজন ও শচীন ছাড়া ছিল সাকিব, তামিম, জাভেদ ভাই ও ওয়াহিদ স্যার।’



ওই সময় শচীনকে আরও অন্যভাবে দেখেছেন বাংলাদেশে সর্বকনিষ্ঠ টেস্ট অভিষিক্ত ব্যাটসম্যান‘খাবারের সময় অনেক ভালো লেগেছে। উনি মানুষের সঙ্গে খুব সহজভাবে মিশে যান। যা যা রান্না করা হয়েছে সবই খেয়েছিলেন। উনার খাবারের দুটি ধরন আছে। একটা দিন সারাদিন একটি রুটি খেয়ে থাকেন। আর একদিন আছে যেদিন অন্যকিছুও খেয়ে থাকেন। ওই দিনটা ছিলো উনার সব কিছু খাবারের। ঠিক সময়ে আপ্যায়ন করতে পারায় আমি খুবই খুশি।’



শচীনের সঙ্গে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন আশরাফুল,‘এক কথায় বলতে গেলে ক্রিকেটার তো বটেই, মানুষ হিসেবেও অসাধারণ তিনি। খুব চমৎকার একজন মানুষ। বাইরে থেকে দেখলে মনে হয় নিজেকে লুকিয়ে রাখতে চান। আসলে ব্যক্তি হিসেবে উনি অন্য রকম। আমার সৌভাগ্য উনার সঙ্গে খেলতে পেরেছি।’



আশরাফুলের মতে লিজেন্ডের মতোই বিদায় নিলেন শচীন,‘খেলার প্রতি আসলে উনার ভালোবাসা অনেক। শতকোটি মানুষের প্রত্যাশার চাপেও ভেঙে পড়েন না। যেসব রেকর্ড উনি গড়েছেন সেগুলো ভাঙা সম্ভব না। লিজেন্ডের মতোই ক্রিকেট থেকে বিদায় নিলেন উনি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া