adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বর নাগাদ ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন: অর্থমন্ত্রী

73579_1ঢাকা: আগামী ডিসেম্বরের শেষ নাগাদ সরকার ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



তিনি বলেন, আর এ উৎপাদন ২০২০ সাল নাগাদ ২৪০০০ মেগাওয়াটে পৌঁছাবে। সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে এক সেমিনারে মন্ত্রী এ তথ্য দেন।



অর্থনীতিমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ ১৯ হাজার আমদানি নির্ভর কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে। দেশে উত্তোলিত কয়লায় বিদ্যুৎ উৎপাদন এখনো সম্ভব না।



তিনি বলেন, দেশে উত্তোলিত কয়লায় কী ধরনের ঝুঁকি রয়েছে, তা নিয়ে গবেষণা করা হচ্ছে। সঙ্গে আমরা একটি শক্তিশালী কয়লানীতি তৈরি করছি।



মুহিত বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের যে মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে, তার ৪০ শতাংশ বেসরকারিভাবে উৎপাদন করা হবে।



সরকার এ মাসেই ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে জানিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশে লিক্যুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপন করা হবে। দেশের সার কারখানাগুলোকে বাঁচানোর জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে। এজন্য সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে।



সেমিনারে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী, বিআরসির চেয়ারম্যান এআর খান, জ্বালানি ও খনিজ সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া