adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এটি একটি শুভ সূচনা

image_62921_0ঢাকা: সব দল মিলে সরকার গঠন করুক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে একটি শুভ সূচনা হলো। তবে সঙ্কট সমাধানের জন্য সবাইকে আন্তরিক হতে হবে।



সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন এ মন্ত্রিসভাকে সর্বদলীয় মন্ত্রিসভা বলা হলেও এতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কোনো অংশগ্রহণ নেই।



মন্ত্রীদের শপথ গ্রহণের পর সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা নতুন মন্ত্রিসভায় সব দলের অংশগ্রহণ চান এবং দেশে ব্যবসায়ীক স্থিতিশীলতা চান।  



এ বিষয়ে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বাংলামেইলকে বলেন, ‘আমরা সর্বদলীয় সরকারের কথা শুনেছি। আজকে এর যাত্রা শুরু হলো। আমরা চাই সব দল মিলে সরকার গঠন করুক। সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক।’



তিনি বলেন, ‘আজকে যেটি হয়েছে তাতে আর কাউকে নেওয়া যাবে বা নিতে পারবে না বিষয়তো এমন নয়। এতে অন্যরা আসতে পারবে বলে আমি মনে করি। যতদুর জানি কালকে (মঙ্গলবার) বঙ্গভবনে বিরোধীদলীয় নেত্রী যাবেন শুনেছি। তারাও আসতে পারেন।’



আকরাম উদ্দিন বলেন, ‘এফবিসিসিআই মনে করে (ব্যবসায়ীরা মনে করেন) এটি একটি শুভ সূচনা, আর যা সূচনা হলো তা শুভ লক্ষণ বলে মনে করি।’



এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বাংলামেইলকে বলেন, ‘আজকে সর্বদলীয় মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, আরও নতুন কেউ আসতে পারে। বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শুনেছি।’



ব্যবসায়ী এ নেতা বলেন, ‘এখনও অনেক সমস্যা রয়েছে বলে মনে করি। এর সমাধানের জন্য আন্তরিক প্রয়াস চালাতে হবে। বড় দলকে নিয়ে আসতে হবে।’  



তিনি বলেন, ‘ব্যবসায়ী নেতা হিসেবে আমি মনে করি, যে কোনো মূল্যে স্থিতিশীলতা প্রয়োজন। আর তা না হলে দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি হতে পারে। আর এর জন্য দেশের সাধারণ মানুষ সমস্যায় পড়বে ও কষ্ট পেতে হবে।’



তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বাংলামেইলকে পোশাক খাতের চলমান পরিস্থিতি তুলে ধরে জানান, ‘আমরা রাজনীতি করি না, রাজনীতির ইচ্ছা নাই। আমরা দেশের শান্তি-শৃঙ্খলা চাই। পোশাক খাতের স্থিতিশীলতা চাই। পোশাক শিল্পের কয়েকটি অঞ্চলে ১৫ দিন ধরে, কোনো কোনো অঞ্চলে ২০ দিন পর্যন্ত অস্থিরতা চলছে। তাই কে মন্ত্রী হলো কে হলো না তা আমাদের বিষয় না। কারণ আমরা রাজনীতি করি না। আর আমদের নিয়ে যাতে কোনো রাজনীতি না হয়। দেশ পরিচালনায় যারাই আসুক আমাদের নিয়ে কাজ করতে হবে। আমাদের রক্ষা করতে হবে। আমাদের শিল্পের স্থিতিশীলতার জন্য কাজ করতে হবে। আমাদের প্রধান্য দিতে হবে।’



এ সময় তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে। আমরা নতুন মজুরি মেনে নিয়েছি, শ্রমিদেরও তা মেনে নিয়ে এ খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া