adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিয়ম অমান্য করে ভিকারুননিসায় ভর্তি পরীক্ষা

image_62765_0ঢাকা: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি লটারি মাধ্যমে গ্রহণের নীতিমালা থাকলেও তা অমান্য করে ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।



পাশাপাশি ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের তালিকা বিন্যাসে অনিয়মের অভিযোগও তুলেছেন অভিভাবকরা।



স্কুলটির ভর্তি সংক্রান্ত বিজ্ঞাপনে দেখা গেছে, শিক্ষার্থীদের দুটি সময়ে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়। সেখানে একাংশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং অন্যভাগে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাক্ষাৎকারের সময় উল্লেখ রয়েছে।



তবে সেখানে কোথায়ও লিখিত পরীক্ষা বা শিক্ষার্থীদের পেনসিল-রাবার আনার নির্দেশনা ছিল না।



রোববার রাজধানীর বেইলি রোডে স্কুলটির মুল ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বেইলি রোড শাখায় অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে অপেক্ষা করছেন।



স্কুলে প্রবেশের ঠিক আগ মুহুর্তে শিক্ষার্থীদের ভর্তি ফরমের সঙ্গে পেনসিল-রাবার দেয়ার জন্য অভিভাবকদের মাইকে ঘোষণা করা হয়।



আর কর্তৃপক্ষের এমন ঘোষণায় বিপাকে পড়েন অভিভাবকরা। তখনই ছুটতে থাকেন পাশের স্টেশনারির দোকানে পেনসিল-রাবারের জন্য।



সাইদ আব্দুল মালিক নামের এক শিক্ষার্থীর অভিবাবক বাংলামেইলকে বলেন, ‘সাক্ষাৎকার নেওয়া হলে পেনসিল-রাবারের প্রয়োজন কি? তারা পরীক্ষাই যদি নেয়, তবে কেন ভর্তি বিজ্ঞপ্তিতে কেন জানানি। বাচ্চাদের পরীক্ষার জন্য কোন প্রস্তুতি করার কোন সুযোগ আমরা পাইনি। অনেক বাচ্চা পরীক্ষা দিতে এসে ভয়ে কান্নাকাটি করছে।’



ভর্তি ফরমের তালিকা বিন্যাসের অনিয়মের অভিযোগ তুলে রফিক মাহমুদ নামের আরেক অভিভাবক বলেন, ‘গত ১৬ তারিখের পরীক্ষায় মূল ক্যাম্পাসের দিবা শাখার ৮নং গেইটের তালিকায় ০০০১ থেকে ০৫২০ সিরিয়াল উল্লেখ আছে। কিন্তু পরবর্তী সিরিয়াল শুরু হয়েছে ০৬০১ থেকে।  ০৫২১ থেকে ০৬০০ এই ক্রমিকগুলো গেলো কোথায়? তালিকা বিন্যাসের কোথাও এই সিরিয়াল খুঁজে পাওয়া যায়নি।’



ভর্তি বণিজ্যে করতেই এমন ফাক রাখা হয়েছে বলে অভিযোগ করেন এই অভিভাবক।



এদিকে বেশকিছু অভিভাবকরা অভিযোগ করে বলেন, ‘আমরা জিম্মি হয়ে আছি। সাক্ষাৎকার কথা বলে এখন পরীক্ষা নেয়া হচ্ছে। কিন্তু কিছুই করার নেই। অনিয়ম দেখার বা মনিটরিং করার কেউই নেই।’



অভিভাবকদের এতসব অভিযোগ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগমকে জানালে তিনি বলেন, ‘কি উল্টা-পাল্টা লিখবেন আমার নামে। আমরা ভর্তি পরীক্ষা নিচ্ছি না, প্রতিবার যা করি এবারও তাই করেছি। বয়স অনুপাতে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছুক বাচ্চাদের বুদ্ধিমত্তা যাচাই-বাছাই করা হয়। এটাকে কেউ যদি পরীক্ষা বলে তাহলে পরীক্ষা, কিন্তু আমরা বলি প্রাথমিক বাছাই। এই বাছাইয়ে যারা টিকবে তারাই লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবে।’



এবার ১৩ হাজার ১০০ ভর্তি ফরম বিতরণ হয়েছে বলে জানান মঞ্জু আরা বেগম।



ভর্তি নির্দেশনায় পরীক্ষা কথা না থাকায় পেন্সিল, রাবার সঙ্গে নিয়ে আসেননি অনেক অভিবাবক। এ প্রসঙ্গে মঞ্জু আরা বেগম বলেন, ‘আমরা ভর্তি নির্দেশনায় বলে দিয়েছি পেন্সিল, রাবার এবং শুকনো খাবার বাচ্চাদের সঙ্গে আনার জন্য। অভিবাবকরা অভিযোগ করতেই পারেন।’



বরং ভর্তি নীতিমালা নিয়ে মাউশিকে দুষলেন মঞ্জু আরা বেগম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাউশি আমাদের কোন নোটিশ দেয়নি। ভর্তি নীতিমালার প্রসঙ্গে কোন কিছুই জানায়নি। যদি কোন নীতিমালা হয় তবে মন্ত্রণালয় তো আমাদের চিঠি দিয়ে জানাতো। আমরা প্রতি বছর এই নভেব্বর মাসের প্রথম সপ্তাহে ভর্তি প্রক্রিয়া শুরু করি। প্রতিবছর ভর্তি নীতিমালা নিয়ে বৈঠকে আমাদের ডাকা হয়। গতবছরও আমাদের ডাকা হয়েছিল। এবার চিঠি পেয়েছি যখন আমাদের ফরম বিতরণ শেষ। আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে সময় লাগে। তাদের উচিত ছিল অক্টোবর মাসেই নীতিমালা চূড়ান্ত করা।’



এদিকে ভিকারুননিসা স্কুলের বাছাইয়ের নামে লিখিত পরীক্ষাকে অনিয়ম বললেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। তিনি বলেন, ‘নিয়ম না মেনে ভর্তি পরীক্ষা  নেয়া অন্যায়। আমরা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবো।’



মহাপরিচালক আরো বলেন, ‘কোচিং বানিজ্য, ভর্তি বানিজ্য এবং অভিবাবকদের হয়রানি দূর করতেই প্রথম শ্রেণীতে লটারির নিয়ম চালু করা হয়েছে। এখানে বাছাইয়ের নামে পরীক্ষা গ্রহণযোগ্য নয়। অভিভাবকদের কাছ থেকে পাওয়া শ্রেণী বিন্যাসের একটি কপি মাউশি’র ডিজিকে দেখালে তিনি তদন্ত করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।



ভর্তি পরীক্ষা প্রসঙ্গে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সুরেই কথা বললেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ভিকারুননিসা স্কুলের গর্ভনিং বডির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘পরীক্ষা নেয়া হয়নি, বাছাই করা হয়েছে। বাছাই ছাড়া এতো শিক্ষার্থীর আলাদা করা সম্ভব নয় ‘



তবে লটারিতে ভর্তি পক্রিয়া নীতিমালা প্রসঙ্গে জানতে চাইলে এড়িয়ে যান রাশেদ খান মেনন।



প্রসঙ্গত, গত বছরের নীতিমালায় বলা হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে এন্ট্রি শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স শিক্ষাবর্ষের ১ জানুয়ারিতে ৫ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

তবে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে।



আরও বলা হয়েছে, লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করতে হবে। নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।



শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে জাতীয় ও স্থানীয় পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের কথাও বলা হয়েছে নীতিমালায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া