adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের সাফল্য তুলে ধরুন, নিউইয়র্কে স্পিকার

fcrnxre-ot20131115114113নিউইয়র্ক: নিউইয়র্কে আরও একটি ব্যস্ত দিন কাটলো স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর। দিনভর একের পর এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দেশের অগ্রগতি যেমন বিশ্ব নেতৃত্বের সামনে তুলে ধরেন, তেমনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিও দেশের জন্য তাদের কার্যকর অবদান রাখার আহ্বান জানান। 



জাতিসংঘের ইকোসক চেম্বারে বৃহস্পতিবার সকাল সাড়ে নয় টায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের উদ্বোধনী সভায় যোগ দেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 



জাতিসংঘের এ সভায় পার্লামেন্টারি ইউনিয়ন বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসংসা করে। সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি জন অ্যাসলে, ইকোসকের সভাপতি এম্বাসেডর নেস্টার অসরিয়া এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর প্রেসিডেন্ট আব্দুল ওয়াহেদ রেডি। 



স্পিকার এসময় বাংলাদেশের প্রতি বিশ্বনেতৃত্বের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  



স্পিকার শিরীন শারমিনের সঙ্গে বাংলাদেশ দলে আরও ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।

পরে দুপুরে স্পিকার শিরীন শারমিন জাতিসংঘ সাধারন পরিষদের প্রেসিডেন্ট জন অ্যাসলের আমন্ত্রণে তার দপ্তরে এক সভায় মিলিত হন। এছাড়াও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘এমডিজিস ইন এলডিজিস- লেসনস লার্নড অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেজ’ সংক্রান্ত এক সাইড ইভেন্টও  মূল আলোচক ছিলেন বাংলাদেশের এই প্রথম নারী স্পিকার। ড. মোমেনের সঞ্চালনায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর জ্ঞান চন্দ্র আচার্য, ইকোসকের প্রেসিডেন্ট নেস্টার অসরিয়া, অ্যাম্বাসেডর থমাস মির হার্টিং এবং  সাবের হোসেন চৌধুরী এমপি এতে অংশ নেন। 



এলডিসিতে বাংলাদেশের সাফল্য  জাতিসংঘকে অভিভূত করেছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে এ কথাগুলো বার বার উঠে আসে বক্তাদের আলোচনায়। 



বৃহস্পতিবার বিকেলেই বাংলাদেশ মিশনে নিউইয়র্ক সফররত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিনিধিদল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রবাসে থেকেও কিভাবে নিজের দেশকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন সে বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলটিকে পরামর্শ দেন স্পিকার। প্রতিনিধি দলের সসদ্যরাও এ ব্যাপারে তাদের উদ্যোগের কথা জানান এবং দেশকে বিভিন্নভাবে সহায়তার আশ্বাস দেন। 



বিকেল সাড়ে চারটায় জাতিসংঘে বাংলাদেশ মিশনে নিউইয়র্কে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময়ে মিলিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই মতবিনিময়ে অংশ নেন। 



মিশনের বঙ্গবন্ধু অডিটরিয়ামে প্রবাসীদের বক্তব্য শোনেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্পিকার। 



ড. শিরীন শারমিন এসময় বলেন, বর্তমান সরকারের অনেক সাফল্য রয়েছে এ সাফল্যগুলো সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সংবাদমাধ্যমের  সহযোগিতা কামনা করেন। 



সাবের হোসেন চৌধুরী এমপিও এসসময় দেশের ক্রিকেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে হবে। তাতেই সাফল্য আসবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া