adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটলান্টায় জর্জিয়া সমিতির নির্বাচনী হাওয়া

noh-gnyhxqre-fz20131111084613আটলান্টা: বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন নিয়ে একটি জোটের নির্বাচনী প্রচারণার ডামাডোল আর অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অপর জোটের লাগাতার হরতালের বিক্ষুব্ধ পরিবেশ ঠিক তখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান শহর আটলান্টায় চলছে বাংলাদেশি কমিউনিটির নির্বাচনী প্রচার। এখানকার বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব জর্জিয়ার নতুন কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর রোববার হতে যাচ্ছে এই নির্বাচন।

বৈধ ভোটার-সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন অ্যাসোসিয়েশনের নেতারা। নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করার পর থেকেই কমিউনিটিতে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। গত কয়েকদিনে বিশেষ করে উইকএন্ডগুলিতে আগ্রহী প্রার্থীদের নিয়ে সংগঠকদের মধ্যে চলছে দফায় দফায় বৈঠক। 

গ্রহণযোগ্য প্যানেল তৈরির চেষ্টা করছেন তারা। 

এদিকে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গঠিত কমিশনের ‘প্রধান নির্বাচন কমিশনার’ গঠনতন্ত্র মোতাবেক নির্ধারণ করা হয়নি এমন একটি অভিযোগ উঠেছে।  বিষয়টি সমাধান না হলে শেষমেশ নির্বাচনের সর্বজনীন গ্রহণযোগ্যতা কতটুকু হবে এই নিয়েও চলছে নানা সংশয়। এরই মধ্যে অভিজ্ঞ ও নেতা সংগঠকদের অনেকেই পিছিয়ে গিয়েছেন।

নানা সুত্র থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, সভাপতি পদে লড়াইয়ে মশিউর রহমান চৌধুরী, আরেফীন বাবুল, মাহবুবুর রহমান ভুঁইয়া প্রমুখ সামনের কাতারে থাকা সত্ত্বেও এখন থেমে পড়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদেও মাহমুদ রহমান, আরিফ আহমেদের নাম শোনা যাচ্ছিল, তবে এখন ঐ গঠনতন্ত্রের অনিয়মের অভিযোগে এদের অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেছেন। 

তবে সাধারণ সম্পাদকের প্রায় নিশ্চিত প্রার্থী হিসেবে মহিন উদ্দিন দুলালের নাম এখন সরব রয়েছে। এর পরও মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ লগ্নে এসে নাটকীয়ভাবে দৃশ্যপট পরিবর্তিত হতে পারে বলেই অনেকের ধারনা। 

সূত্র জানিয়েছে, আরেফীন বাবুল তার নিজের প্রার্থিতার পরিকল্পনা বাতিল করে আটলান্টার সংগঠক ও ব্যবসায়ী আবু তালুকদারকে সমর্থন দিয়ে তাঁকে নির্বাচনে উৎসাহিত করেছেন। পর পর দুই মেয়াদের নির্বাচিত সাধারণ সম্পাদক আরেফীন বাবুল এবারে সভাপতি প্রার্থী না হলে আবু তালুকদারের পক্ষেই থাকবেন। 

অন্যদিকে নিশ্চিত সভাপতি প্রার্থী হিসেবে সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নাম এই মুহূর্তে প্রচারণার মাঠে সরব রয়েছে। গত কমিটির আগের মেয়াদের নাদিরা রহমানের নেতৃত্বের কমিটিতে জাহাঙ্গীর হোসেন ছিলেন নির্বাচিত সাধারণ সম্পাদক। নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ক্যাম্পেইনও চালাচ্ছেন তিনি। তবে আবু তালুকদারের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত হলে প্রচারণার চেহারা অন্যরূপ নিতে পারে। তখন আবু ও জাহাঙ্গীরের পরিচালনায় যথাক্রমে দুটি পৃথক পৃথক শক্তিশালী প্যানেল তৈরি হবে বলে জানা গেছে এবং উভয় পানেলেই নতুন পুরনো মুখ আসতে পারে বলে অনেকেই ধারনা করছেন।   

আগামী ১৭ নভেম্বর নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া