adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শচীনের অল্পস্বল্প জানা-অজানা

funpuva-ot20131112190252মুম্বাই: আর মাত্র কয়েকদিন পরই ব্যাট-প্যাড সারাজীবনের জন্য তুলে রাখতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের দু’শতম টেস্ট ও শেষ ম্যাচ খেলে ২৪ বছরের ক্রিকেটীয় অধ্যায়ের ইতি টানবেন ভারতীয় লিটল মাস্টার। তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভক্তরা অনেক কিছুই জানেন, আবার কিছু অজানাও থেকে গেছে। মাঠ ও মাঠের বাইরের শচীনকে নিয়ে এই অল্পস্বল্প জানা-অজানা ৫০টি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো তার বিদায়বেলায়-

পরিবার: 

শচীন তার শিক্ষাজীবন শুরু করেছিলেন পূর্ব বান্দ্রায় অবস্থিত ইন্ডিয়ান এডুকেশন সোসাইটির নিউ ইংলিশ স্কুলে।

পরিবারে শুধু শচীনই ক্রিকেট খেলেছেন তা নয়, তার বড় ভাই অজিত টেন্ডুলকার খেলেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক চন্দ্রকান্ত পন্ডিত ও সাবেক ওপেনার লালচাঁদ রাজপুতের সঙ্গে।

স্ত্রী অঞ্জলির সঙ্গে শচীনের প্রথম দৃষ্টি বিনিময় হয় মাত্র ১৭ বছর বয়সে। ১৯৯০ সালে দলের ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে প্রথমবারের মতো অঞ্জলিকে দেখেন তিনি।

প্রথম দেখার পাঁচ বছর পর ২২ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন।

শচীনের শ্বশুর ছিলেন সাতবারের আন্তর্জাতিক ব্রিজ চ্যাম্পিয়ন।

কন্যার নাম ‘সারা’ নামকরণের পেছনেও জড়িয়ে আছে ক্রিকেট। ১৯৯৭ সালে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্ট জেতেন শচীন। সেটা ছিল ‘সাহারা কাপ’।

তার নাম ‘শচীন’ হওয়ার পেছনে আছেন বিখ্যাত একজন মানুষ। বিখ্যাত সংগীত পরিচালক শচীন দেব বর্মনের নামটি বেশ মনে ধরেছিল বাবা রমেশ টেন্ডুলকারের। আর সেটার বাস্তবায়ন করেন তিনি।

শুরুর দিনগুলো:

১৪ বছর বয়সে শচীন একজোড়া আল্ট্রা-লাইট প্যাড উপহার পেয়েছিলেন সুনীল গাভাস্কারের কাছ থেকে। অবশ্য সেটা চুরি হয়ে যায় অনূর্ধ্ব-১৫ ক্যাম্প চলাকালে।

বোম্বের অনূর্ধ্ব-১৫ দলে বাছাই হওয়ার পর দিলিপ ভেংসরকার একটি জিএম ব্যাট উপহার দিয়েছিলেন শচীনকে।

শুরুর দিকে শচীন ব্যাটিংয়ের পরিবর্তে বোলিংয়ে মনোযোগ দিয়েছিলেন। চেয়েছিলেন পেসার হতে। এমআরএফ পেস ফাউন্ডেশনে গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেনিস লিলি বোলার শচীনকে গ্রহণ করেননি।



সৌরভ গাঙ্গুলীর সঙ্গে শচীনের প্রথম সাক্ষাত্ হয় ইন্দোরে জাতীয় অনূর্ধ্ব-১৫ দলের ক্যাম্পে।

শচীন জীবনের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রদ্ধাশ্রম বিদ্যামন্দিরের হয়ে। শিবাজি পার্কে হ্যারিস শিল্ড কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ডোন বোস্কো স্কুল।

১৯৮৮ সালে হ্যারিস শিল্ডে শচীনের গড় রান ছিল ১০২.৫।

বয়সের বাধা নিষেধ থাকায় ভারতীয় ক্রিকেট ক্লাবের (সিসিআই) ড্রেসিংরুমে যেতে পারতেন না শচীন। ১৪ বছর বয়সী তত্কালীন উদীয়মান তারকাকে ড্রেসিংরুমে প্রবেশের অধিকার দিতে আইনে সংশোধন করেছিল সিসিআই।

১৯৮৭ সালে সম্ভাব্য বোম্বে রঞ্জি ট্রফির ৩৬ সদস্যের দলে গাভাস্কারের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল শচীনের নাম।

ভারত ১৯৮৭ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার বল কুঁড়ানো ছেলেদের মধ্যে অন্যতম ছিলেন শচীন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শচীন:

১৯৮৯ সালের করাচি টেস্টে একসঙ্গে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল শচীন, ওয়াকার ইউনুস, সলিল অ্যানকোলা ও শহীদ সাঈদের।

শচীনের অভিষেক টেস্টটি ছিল ভারতীয় অলরাউন্ডার কপিল দেবের শততম।

ওয়ানডে অভিষেকে শচীন রানের খাতাই খুলতে পারেননি, ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে।

১৯৯০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান শচীন।

কাকতালীয় ঘটনা হচ্ছে, টেস্ট ও ওয়ানডেতে শচীনের প্রথম বোলিং ফিগার ১-০-১০-০।

কোটলা টেস্টে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন অনিল কুম্বলে। ওই ম্যাচে কুম্বলের প্রথম ওভারের আগে তার সুয়েটার ও ক্যাপ আম্পায়ারের হাতে দিয়েছিলেন শচীন। বিষয়টিকে পয়া ভেবে প্রতিবারই একই কাজ করেছিলেন তিনি। কুম্বলেও পেয়ে যান ১০টি উইকেটই।

ঘরের মাঠে শচীনের আন্তর্জাতিক অভিষেক হয় ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

থার্ড আম্পায়ারের মাধ্যমে প্রথম আউট হওয়া ব্যাটসম্যান শচীন। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টেস্টে আম্পায়ার ছিলেন কার্ল লেইবেনবার্গ‌। 

১৯৯২ সালে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব খেলার সুযোগ পান শচীন।

ইয়র্কশায়ার থেকে শচীনকে বিদায় সংবর্ধনা দিতে ৩০ হাজার পাউন্ড খরচ করেছিল ইয়র্কশায়ার টেলিভিশন।

১৯৯০ সালে ম্যানচেস্টারে অভিষেক টেস্ট শতক হাঁকানোর পর শচীন পেয়েছিলেন ম্যাগনাম শ্যাম্পেনের বোতল। কিন্তু ১৮ বছর বয়স হওয়ায় বৃটিশ আইন অনুযায়ী সেটা খুলতে পারেননি তিনি। আট বছর অপেক্ষার পর ১৯৯৮ সালে সারা‘র প্রথম জন্মদিনে শ্যাম্পেনের বোতলটি খুলেছিলেন শচীন।

ভারতের মাটিতে শচীন প্রথম শতক হাঁকিয়েছিলেন ১৯৯৩ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

শুধু শচীনকে উদ্দেশ্য করে একটি টি-শার্টে অটোগ্রাফ দিয়েছিলেন এন্ড্রু সাইমন্ডস। লিখা ছিল-‘শচীনের জন্য, যে মানুষটি আমরা সবাই হতে চাই।’

১৯৯৪ সালে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো ওপেনিংয়ে ব্যাট করতে নামেন শচীন।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং উইকেটের জুটি হিসেবে দারুণ ছিলেন শচীন। ২০টি শতরানের জুটি আছে তাদের, সব মিলিয়ে ৬ হাজার রান করেছেন তারা দুজনে মিলে।

শচীন তার প্রথম ওয়ানডে শতকের জন্য অপেক্ষা করেছিলেন ৭৯ ম্যাচ পর্যন্ত। এরপর আরও ৪৮টি শতকের দেখা পান তিনি।

ছক্কা হাঁকিয়ে সবচেয়ে বেশি শতক পাওয়ার রেকর্ড শচীনের। ছয়বার এই কীর্তি গড়েছেন তিনি।

সারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম শচীনের জন্য স্মরণীয়। এই ভেন্যুতেই সবচেয়ে বেশি সাতটি শতক হাঁকিয়েছেন ব্যাটিং তারকা।

টেস্ট ক্রিকেটেও শচীন উদ্বোধনী জুটি গড়েছেন। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে তার অপর প্রান্তের সঙ্গী ছিলেন সাদাগোপান রমেশ। মাত্র ১৫ রান করেন শচীন।

একমাত্র টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের মাটিতেই শচীন কখনো টেস্ট শতকের দেখা পাননি।

রঞ্জি ট্রফিতে কখনো অনিল কুম্বলের মুখোমুখি হতে হয়নি শচীনকে।

সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডও শচীনের। ১৬৮ টেস্ট খেলে তার পরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

শচীনের ক্রিকেট ব্যাগে সব সময় থাকে ভারতের জাতীয় পতাকা।

স্যার ডন ব্র্যাডম্যানের বাড়িতে প্রথমবার গিয়েছিলেন শচীন। ব্যাটিং লিজেন্ডের ৯০তম জন্মবার্ষিকীতে সেবার তাকে সঙ্গ দিয়েছিলেন শেন ওয়ার্ন।

লন্ডনের মাদাম তুসো জাদুঘরে শচীনের পা প্রথম পড়েছিল ১৯৮৮ সালে। এর ২০ বছর পর জাদুঘরে স্থান পায় তার মোমের মূর্তি‌‌।

২০০৩ সালে বলিউড মুভি ‘স্ট্যাম্পড’এ অতিথি চরিত্রে দেখা গিয়েছিল শচীনকে।

২০ বছরে পা দেওয়ার আগেই সবচেয়ে বেশি পাঁচটি টেস্ট শতকের রেকর্ডটি শচীনের।

ভার্জিন কমিকস ২০০৭ সালে নতুন কমিক বুকস সিরিজ বের করেছিল। বইটির সুপার হিরো ছিল ‘মাস্টার ব্লাস্টার’, মূলত শচীনের উপর ভিত্তির করেই সেটা প্রকাশ পায়।

ব্রায়ান লারা ও স্টিভ ওয়াহর পাশাপাশি শচীনেরও ব্যাটিং স্পন্সর ছিল এমআরএফ। লারার ব্যাটের নাম ছিল ‘উইজার্ড’, ওয়াহর ‘চ্যাম্পিয়ন’ ও শচীনের ‘জিনিয়াস’।

শচীনের নামে একটি টুথপেস্টও বাজারজাত করা হয় ২০১০ সালে। ফিউচার গ্রুপের এই টুথপেস্টের নাম ছিল ‘Sach’।

প্রথম ২০১০ সালে মে মাসে টুইটার অ্যাকাউন্ট খোলেন শচীন। তার বন্ধু ফটোগ্রাফার অতুল কাশবেকারই বুঝিয়ে এই অ্যাকাউন্ট খুলিয়ে নিয়েছিলেন।

অস্ট্রেলিয়ান রিয়েলিটি টেলিভিশন সিরিজ ‘অ্যান অসি গোস বোলি’তে ২০০৮ সালে দেখা গিয়েছিল শচীনকে।

ব্যান্ড এইডের মাধ্যমে শচীন প্রথম বাণিজ্যিক বিজ্ঞাপন জগতে পা রাখেন।

১৯৯৫ সালে একটি ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডটেল শচীনকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে ঘোষণা করে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া