adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে গুলি করে ওয়ার্ড যুবলীগ সভাপতি হত্যা

cubgb-zhafuvtnaw-120131112215516মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায় প্রতিপক্ষের দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ সাদেকুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

সাদেকুল ইসলাম রতনপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে এবং পঞ্চসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

তাকে খুন করার্ খবর ছড়িয়ে পড়লে লাশ দেখার জন্য হাসপাতালে শত শত মানুষ ভিড় জমাতে থাকেন। 

ঘটনার পর থেকে রতনপুর এলাকায় আতঙ্ক ও উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।

এ হত্যার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রতনপুর গ্রাম ও হাসপাতাল এলাকায় পুলিশ সতর্কা অবস্থায় রয়েছে। এ ঘটনায় পুলিশ সবুজ নামে একজনকে আটক করেছে।

ওই যুবলীগ নেতার সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী শাকিল জানান, পঞ্চসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সাদেকুল ইসলাম ও তিনি তাদের বাড়ি থেকে বের হয়ে রতনপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের হাদিস আলী, টিটু, নাজমুল, নুরমা চোরসহ একদল সন্ত্রাসী পরপর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 

এ সময় সন্ত্রাসীরা সাদেকুল ইসলামকে পেছন থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে সাদেকুল ইসলাম মাটিতে লু্টিয়ে পড়লে সন্ত্রাসীরা মুর্হুতেই সেখান থেকে সটকে পড়ে।

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী গুলিবিদ্ধ সাদেকুল ইসলামকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত যুবলীগ নেতার স্ত্রী নাজমা বেগম হাসপাতালের জরুরি বিভাগে স্বামীর লাশের পাশে বসে ডুকরে কাঁদছিলেন।

নাজমা বেগম জানান, এক মাস আগে চুরির ঘটনায় নুরমা মিয়া নামের এক সন্ত্রাসীকে তার স্বামী মারধর করেছিলেন। এ ঘটনায় চোর নুরমার লোকজন সাদেকুল ইসলামের নামে মামলা করে। দায়ের করা ওই মামলায় মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ আদালত থেকে জামিন নিয়ে বিকেলে বাড়ি ফেরেন তিনি।

তিনি আরও জানান, এ খবর পেয়ে একই গ্রামের প্রতিপক্ষের হাদিস আলীর ছেলে টিটু, নুর হোসেন, নাজমুলসহ তাদের গ্রুপের লোকজন গুলি করে তার স্বামীকে হত্যা করেছে। 

তিনি তার স্বামী হত্যার বিচার দাবি করেন। 

স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা জানান, নিহত শেখ সাদেকুল ইসলাম পঞ্চসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি। স্থানীয় সন্ত্রাসী ছাড়াও এ ঘটনার সময় সঙ্গে রামেরগাঁও ও রামপাল এলাকার সন্ত্রাসীরা ঘটনাস্থলে উপস্থিত ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে সবুজ নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে নিহতের স্বজনরা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া