adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্লাস্টিক বর্জ্যের কারণে ক্রমে বাড়ছে তিমি-মৃত্যু

download (1)লন্ডন: ২০১৩ সালের ২৯ জুন৷ নেদারল্যান্ডসের উত্তরে অবস্থিত দ্বীপ তেরশেলিংয়ের সৈকতে আটকে যায় ৪৪ ফুট লম্বা একটি স্পার্ম তিমি৷ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল৷ সেখান থেকে বের করে তিমিমাছটিকে সমুদ্রে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয়ে যায়৷ কিন্ত্ত সব চেষ্টা ব্যর্থ করে হঠাত্ই মারা যায় তিমিটি৷ ময়নাতদন্তের জন্য সেটির দেহ হারলিংটন বন্দরে আনা হয়৷ তার পেট চিড়তেই বেরিয়ে পড়ে গাদা গাদা প্লাস্টিকের ব্যাগ৷ বিশেষজ্ঞরা জানান, পাকস্থলীতে ব্যাপক পরিমাণে প্লাস্টিক জমার ফলেই ধীরে ধীরে স্বাস্থ্য হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই হতভাগ্য প্রাণীটি৷



তেরশেলিংয়ের এই ঘটনাকে কিন্ত্ত একেবারেই আকস্মিক বা 'বিচ্ছিন্ন' বলে উড়িয়ে দেয়া যাবে না৷ গত নব্বইয়ের দশক থেকেই এ রকমটা শুরু হয়ে গিয়েছে৷ মানুষের 'প্লাস্টিক' সভ্যতার মাশুল আক্ষরিক অর্থেই প্রাণ দিয়ে গুনতে হচ্ছে বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে৷ আর সেই তালিকায় সব থেকে উপরে রয়েছে তিমিমাছের নাম৷ গত ৫-৬ বছরে বিপুল পরিমাণ প্লাস্টিক খেয়ে ফেলার কারণে তিমি মৃত্যুর ঘটনা ব্যাপক হারে বেড়েছে৷ স্বাভাবিক ভাবেই পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷



বিজ্ঞানীরা জানিয়েছেন, স্পার্ম ও বিক (পাখির মতো ঠোঁটযুক্ত) তিমিদের সাধারণ খাদ্য স্কুইড নামে এক সামুদ্রিক প্রাণী৷ এ দিকে, সমুদ্রে ভাসমান বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্রকে দূর থেকে প্রায়ই স্কুইডের মতো দেখতে লাগে৷ তাই তিমিরা প্রায়শই স্কুইড ভেবে ভুল করে প্লাস্টিকজাত সামগ্রীই গলাধঃকরণ করে ফেলে৷ অনেক সময় একই দশা হয় সামুদ্রিক কচ্ছপদেরও৷ খাবারের জন্য তারা প্রধানত জেলিফিস শিকার করে৷ প্লাস্টিকের সঙ্গে জেলিফিসেরও অনেক আকৃতিগত মিল রয়েছে৷ ফলে খাবারের সন্ধান করতে গিয়ে প্রায়ই এই কচ্ছপরা প্লাস্টিক ব্যাগেরই 'শিকার' হয়ে পড়ে৷



ফ্রান্সের অন্তর্গত লাভেজ্জি দ্বীপপুঞ্জে ১৯৮৯ সালে একটি স্পার্ম তিমির মৃতদেহ পাওয়া যায়৷ সেটির পাকস্থলী থেকে ১০০ ফুট লম্বা একটি প্লাস্টিকের চাদর এবং অনেকগুলি প্লাস্টিকের ব্যাগ মেলে৷ ওই প্লাস্টিক পাকস্থলীতে আটকে যাওয়ার কারণেই তিমিটির মৃত্যু হয়েছিল৷ ২০০৮ সালে ক্যালিফোর্নিয়ার পয়েন্ট রেইস উপকূলে উদ্ধার হওয়া একটি স্পার্ম তিমির পেট থেকে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও ২০৪ কেজি ওজনের মাছ ধরার জাল, দড়ি এবং অন্যান্য সামুদ্রিক বর্জ্য পদার্থ বেরিয়েছিল৷ ২০১০ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম সিয়াটল সৈকতে ভেসে আসা একটি গ্রে (বালিন প্রজাতির অন্তর্ভুক্ত) তিমির পেট থেকে ২০টি প্লাস্টিকের ব্যাগ, ছোট তোয়ালে, ডাক্তারি দস্তানা, একটি গল্ফ বল, মোটা সেলোটেপ পাওয়া যায়৷



বালিন তিমিরা খাওয়ার সময় একসঙ্গে প্রচুর পরিমাণে জল মুখে ঢোকায়৷ তার সঙ্গে প্লাস্টিক-সহ সামুদ্রিক বর্জ্যও তাদের পাকস্থলীতে পৌঁছে যায়৷ প্রাণীদের শরীরে প্লাস্টিক কোনও ভাবেই হজম হয় না৷ ওই প্লাস্টিক তিমিমাছেদের অন্ত্রে পৌঁছে গেলে সেখানেই জমা হতে থাকে, এবং শেষ পর্যন্ত খাদ্যের স্বাভাবিক গতিপথ আটকে দেয়৷ অনেক সময়, সরাসরি প্লাস্টিকের কারণে তিমির মৃত্যু হয় না৷ কিন্ত্ত অন্ত্রে জমা প্লাস্টিক খাবারের স্বাভাবিক হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, এবং শেষ পর্যন্ত তিমিটি অন্ত্রের রোগ ও অপুষ্টিতে আক্রান্ত হয়ে ইহলীলা সাঙ্গ করে৷ তাদের শেষ দিনগুলোও কাটে প্রচণ্ড যন্ত্রণায়৷



কিন্ত্ত এই পরিস্থিতির সমাধান কোথায়? পরিবেশবিদরা জানাচ্ছেন, মানুষের তৈরি করা এই সমস্যার আসল মুশকিল আসান রয়েছে মানুষেরই হাতে৷ শুধু কমিয়ে আনতে হবে প্লাস্টিকের ব্যবহার৷ বাজারের ব্যাগ, পার্টি বেলুন বা বোতল তৈরির ক্ষেত্রে প্লাস্টিককে যথাসম্ভব বাদ দিতে হবে৷ কিন্ত্ত ভোগবাদী দুনিয়ার কাছে এই বার্তার আবেদন কতটা, তা তো সময়ই বলবে৷ – সংবাদসংস্থা

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া