adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটধরনের পুরুষকে না বলুন!

jakia..bia 2_3410_0ডেস্ক রিপোর্ট :  আর কিছুদিনের মধ্যেই হয়তো বাজবে অনেকের বিয়ের সানাই। শীতের এই আমেজটা সে কথারই জানান দিয়ে যায়। কারণ, বাঙালিদের মধ্যে শীতকালে বিয়ের একটা ধুম পড়ে।
 
অনেকেরই বিয়ে হবে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে, আবার কেউ বা শুভ কাজটি সেরে ফেলবেন পরিবারের পছন্দেই। তবে মেয়েদের ক্ষেত্রে বলে রাখা ভালো, যাকে বিয়ে করছেন, তাকে বিয়ে করাটা কতটুকু সঠিক হচ্ছে সেটা একটু ভেবে দেখবেন। শেষে না আবার বানরের গলায় মুক্তোর হার পরিয়ে বসেন।
 
ভাবছেন, নিজের বিয়ে নিয়ে নিজেই ভাববেন, এ নিয়ে লেখালেখির কী আছে! লেখার কারণটি হচ্ছে, নিউ জার্সির পাদ্রি প্যাট কনর ৪০ বছর ধরে গবেষণা করে বানরের গলায় মুক্তোর হার না পরাবার জন্য একটি তালিকা তৈরি করেছেন। এই তালিকায় রয়েছেন আট ধরনের পুরুষ, যাঁদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নারীদের মোটেও উচিত নয়।
 
এবার জেনে নেওয়া যাক ওই আট ধরনের পুরুষ সম্বন্ধে যাদের বিয়ে করা উচিত নয়। এদের মধ্যে রয়েছেন—
 
আটধরনের পুরুষকে না বলুন!
 
মায়ের আঁচল ধরে থাকা ছেলে; পাঠক আমি মায়ের প্রতি ছেলের ভালোবাসাকে ছোট করে দেখছি না। তবে মনে রাখা প্রয়োজন জীবনে নতুন একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক যুক্ত হচ্ছে। সেখানে স্ত্রীর একটা নিজস্ব স্থান ও সম্মান পাওয়া উচিত।
 
যে পুরুষ ঠিকভাবে অর্থকড়ির ব্যবস্থাপনা করতে পারে না; যে পুরুষ নিজের অর্থের সংস্থান করতে পারেন না। তিনি স্ত্রীর ব্যয় কিভাবে নির্বাহ করবেন?
 
যাঁর কোনো বন্ধু নেই; বন্ধু-বান্ধব প্রত্যেকটি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। একজন ভালো স্বামী হতে হলে তাকে অবশ্যই ভালো বন্ধু হতে হবে।
 
যে পুরুষ লোকজনের মাঝে প্রেমিকাকে একা ছেড়ে যায়; অনেকের মাঝে যে নিজের প্রেমিকার হাত ছেড়ে দেয়, সে কি সারা জীবন ওই হাতটি ধরে রাখতে পারেবেন?
 
রেস্তোরাঁ বা ক্যাফেতে ওয়েটারদের সঙ্গে খারাপ আচরণকারী;  ভালো পাত্র নির্ধারনের এটি গুরুত্বপূর্ণ একটি ধাপ। দুর্বলের সঙ্গে চিকিৎকার দিয়ে সে নিজের পুরুষত্ব নয়, বরং নিজের নিচু মানসিকতারই প্রমাণ দেয়।
 
যিনি হাসিখুশি থাকেন না; সমসময় যে মুখটা বাংলা পাঁচের মতো করে রাখে, তার সঙ্গে সারা জীবন কেমন কাটবে এটি আপনি ভেবে দেখুন।
 
যিনি কর্তৃত্ব ভাগাভাগি করতে পারেন না; এধরনের পুরুষরা সব কর্তৃত্ব নিজেই নিতে চান এবং নিজেকেই বড় দাবি করেন। এরা সাধারনত নারীদের যোগ্য সম্মান দিতে জানেন না।
 
প্রেমিকার চাহিদার বিপরীতে যে পুরুষ নিজের চাহিদার কথা জানান না। এমন ধরনের পুরুষের আপেক্ষ কখনোই শেষ হয় না। কিন্তু এরা জানেন না যে আপেক্ষের কারন তারা নিজেরাই সৃষ্টি করেন। প্রেমিকার সামনে আপনার পচ্ছন্দ-অপচ্ছন্দ তুলে ধরুন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া