adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনিংস ও ৫১ রানের জয় ভারতের

download (3)কলকাতা: ক্রিকেটের স্বর্গদ্যানে শচিন টেন্ডুলকারের বিদায় মঞ্চকে রাঙিয়ে তুললো ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখিয়ে তিন দিনেই জয় তুলে নিল তারা। তাও ইনিংস ও ৫১ রানের ব্যবধানে।

শুক্রবার কলকাতা টেস্টের তৃতীয় দিন তৃতীয় সেশনে ৫৪.১ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দলটির দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়দের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। পাঁচটি উইকেট নেন পশ্চিমবঙ্গের এই পেসার। তিনটি উইকেট পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ক্রিস গেইল (৩৩), কাইরন পাওয়েল (৩৬), ড্যারেন ব্রাভো (৩৭) ও শিবনারায়ন চন্দরপল (৩১)।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৩৪ রান সংগ্রহ করেছিল। সেবারও চারটি উইকেট নিয়েছিলেন উইন্ডিজের দ্বিতীয় ইনিংস কাঁপিয়ে দেয়া সামি’ই। আর ক্যারিবিয়দের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন মারলন স্যামুয়েলস।

কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ভারত রোহিত শর্মা (১৭৭) ও রবিচন্দন অশ্বিনের (১২৪) জোড়া সেঞ্চুরিতে ৪৫৩ রান সংগ্রহ করে। অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ সাড়া ফেলেন মুম্বাইওয়ালা রোহিত। যদিও ইডেন গার্ডেনে শেষ টেস্টে শচিন মাত্র ১০ রান করেন বিতর্কিত আউটের শিকার হন। সদ্য শেষ হওয়া কলকাতা টেস্টে এখন ভারতীয়দের একমাত্র আক্ষেপ সেটাই

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া